লড়াই করেও সেমিফাইনালে শেষ ভারতের স্বপ্নের দৌড়, সামনে এবার ব্রোঞ্জের হাতছানি

শুরুটা যেভাবে হয়েছিল, শেষটা সেইভাবে হল না। দু’মিনিটের মধ্যে গোল করেও অলিম্পিক্সের সেমিফাইনালে হেরে গেল ভারতীয় মহিলা হকি দল। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে মাঝমাঠের রাশ খুইয়ে ফেলেছিলেন রানি রামপালরা। চতুর্থ কোয়ার্টারে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারল না টিম ইন্ডিয়া। তার ফলে সেমিফাইনালেই থেমে গেল স্বপ্নের দৌড়। তবে হেরে গেলেও ভারতীয়রা আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিযে লড়াই করল। এবার ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে ভারতের সামনে।

ভারত বনাম আর্জেন্টিনার মহিলা হকির সেমিফাইনাল ম্যাচের আপডেট : 

  • হেরে গিয়েছে ভারত। তবে লড়াই করেছে।
  • আগামী শুক্রবার ব্রোঞ্জ পদকের ম্যাচে গ্রেট ব্রিটেনের মুখোমুখি ভারত।
  • ব্রোঞ্জের লড়াই ভারতের। গ্রেট ব্রিটেনের সঙ্গে লড়াই ভারতের।
  • ইতি পড়ল স্বপ্নের দৌড়ে। আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে ফাইনালে উঠতে পারল না ভারত। ২-১ গোলে হেরে গেল।
  • ১৮ সেকেন্ড : পেনাল্টি কর্নারের আবেদন ভারতের।
  • এক মিনিট বাকি। অভাবনীয় কিছু করতে পারবে ভারত।
  • দু’মিনিট বাকি। দ্রুত আক্রমণ তুলতে গিয়ে পজেশন হারাচ্ছে ভারত।
  • ৫৫ মিনিট : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবিতা পুনিয়ার। জালে বল ঢোকাতে পারল না আর্জেন্টিনা।
  • ক্রমশ চাপ বাড়াচ্ছে ভারত। কিন্তু গোলমুখ খুলতে পারছেন না রানিরা। প্রতি-আক্রমণে ভরসা রেখেছে আর্জেন্টিনা।
  • গোল করতে পারল না ভারত। আরও একটি সুযোগ হাতছাড়া।
  • ৫১ মিনিট : পেনাল্টি কর্নার ভারত। সুযোগ কাজে লাগাতে পারবে?
  • ৫০ মিনিট : বড় সুযোগ হাতছাড়া ভারতের। বাঁ প্রান্ত থেকে আক্রমণ তুলেছিল ভারত। নবনীত এবং মনিকা ভালো এগিয়ে আসেন।
  • শুরু চতুর্থ কোয়ার্টারের খেলা।
  • শেষ তৃতীয় কোয়ার্টারের খেলা। ভারতের হাতে আর মাত্র ১৫ মিনিট পড়ে আছে।
  • পিছিয়ে পড়ে আক্রমণের চেষ্টার ভারত। তবে এখনও বড় কোনও সুযোগ মেলেনি।
  • ৩৯ মিনিট : সবুজ কার্ড নেহাকে। বাইরে বসতে হবে। ১০ জনে নেমে গেল ভারত।
  • বিপজ্জনক শটের স্বপক্ষে অকাট্য প্রমাণ মেলেনি। তাই গোলের সিদ্ধান্ত বজায় থাকল। পিছিয়ে পড়ল আর্জেন্টিনা। খেলার ফল ২-১। 
  • ৩৬ মিনিট : গোল আর্জেন্টিনার। আবারও গোল করলেন আর্জেন্টিনার অধিনায়ক। আম্পায়ার করলেন রেফারাল। সুশীলা চানুর পায়ে লেগেছে।
  • সামিলা টেটে ভালো খেললেন। কিন্তু আবারও পেনাল্টি কর্নার।
  • ৩৪ মিনিট : পেনাল্টি কর্নার আর্জেন্টিনার।
  • মিডফিল্ডে পজেশন ধরে রাখতে পারছে না ভারত। রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে সেতু হতে পারছেন না মাঝমাঠের খেলোয়াড়রা।
  • আবেদন খারিজ আর্জেন্টিনার।
  • ৩২ মিনিট : পেনাল্টি কর্নারের আবেদন আর্জেন্টিনার। রেফারাল চাওয়া হল।
  • শুরু তৃতীয় কোয়ার্টারের খেলা। গুরুত্বপূর্ণ ৩০ মিনিট আসছে।
  • দ্বিতীয় কোয়ার্টারে মুহুর্মূহূ আক্রমণ তুলেছে আর্জেন্টিনা। বিশেষত বাঁ-প্রান্ত দিয়ে একের পর আক্রমণ আছড়ে পড়ছে। ভাগ্যবশত একবারের বেশি ভারতীয় রক্ষণকে ভাঙতে পারেনি আর্জেন্টিনা। ভারত কার্যত আক্রমণ করতে পারছিল না। শেষ লগ্নে পরপর দুটি পেনাল্টি কর্নার পায়। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন গুরজিতরা।
  • শেষ দ্বিতীয় কোয়ার্টারের খেলা। খেলার ফল ১-১। 
  • বেঁচে গেল ভারত। ভালো ডিফেন্ডিং ভারতের।
  • ২৬ মিনিট : এবার পেনাল্টি কর্নার পেল ভারত।
  • আর্জেন্টিনার পক্ষে রায়। পেনাল্টি কর্নার পেল না ভারত।
  • ২৬ মিনিট : আবারও পেনাল্টি কর্নার পেল ভারত। বল ডি বক্সের বাইরে বেরিয়ে যাওয়ার পরও আর্জেন্টিনার খেলোয়াড় গিয়ার পরেছিলেন। রেফারাল নিল আর্জেন্টিনা।
  • সুযোগ নষ্ট ভারতের। শট মিস করল ভারত।
  • ২৬ মিনিট : আবারও পেনাল্টি কর্নার ভারতের।
  • দুর্বল শট গুরজিত কৌরের। বাঁচিয়ে দিলেন আর্জেন্টিনার গোলকিপার।
  • ২৫ মিনিট : পেনাল্টি কর্নার পেল ভারত।
  • দ্বিতীয় কোয়ার্টার : রীতিমতো চাপে পড়ে গিয়েছে ভারত। একের পর এক আক্রমণ তুলছে আর্জেন্টিনা। ক্রমশ চাপ বাড়ছে আর্জেন্টিনার উপর।
  • ২২ মিনিট : বড় বিপদ দেখে বাঁচল ভারত। সবিতা পুনিয়ার কারণে গোলে বল রাখতে পারেনি আর্জেন্টিনা। গোল ছেড়ে তিনি এগিয়ে আসেন।
  • ২১ মিনিট : ভালো সুযোগ ছিল ভারতের সামনে। দ্রুত বল ঘুরিয়ে দিয়ে আক্রমণ উঠলেও ডি বক্সে বল রাখতে পারল না ভারত।
  • ক্রমশ মাঝমাঠের দখল নিচ্ছে আর্জেন্টিনা। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে ম্যাচ থেকে রাশ হারিয়ে ফেলছে ভারত। দ্রুতগতিতে আক্রমণ করছে আর্জেন্টিনা। 
  • মাঠে ফিরলেন নভনীত কৌর।
  • গোল আর্জেন্টিনার। ১৭ মিনিটে সমতায় ফিরল আর্জেন্টিনা। খেলার ফল ১-১।আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল সবিতার বাঁ-দিক দিয়ে গোলে বল রাখেন।
  • ১৭ মিনিট : আবারও পেনাল্টি কর্নার পেল আর্জেন্টিনা। কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন গুরজিত কৌর।
  • আবারও পেনাল্টি কর্নার বাঁচিয়ে দিল ভারতীয় রক্ষণ। বিপজ্জনক উচ্চতায় হকি স্টিক তোলায় আর্জেন্টিনার বিরুদ্ধে ফাউল।
  • ১৬ মিনিট : ভারতীয় রক্ষণের ভুল। পেনাল্টি কর্নার পেল আর্জেন্টিনা।
  • শুরু দ্বিতীয় কোয়ার্টারের খেলা।
  • প্রথম কোয়ার্টারের শেষে এগিয়ে ভারত। ১-০ গোলে এগিয়ে টিম ইন্ডিয়া।
  •  ১৪ মিনিট : নভনীতের সঙ্গে মাথায় ধাক্কা আর্জেন্টিনার খেলোয়াড়ের। উঠে গেলেন নভনীত। সম্ভবত রক্ত বেরোচ্ছে তাঁর।
  • কোয়ার্টার-ফাইনালে ভারতের হয়ে গোল করেছিলেন গুরজিত কৌরই। সেমিফাইনালের গোলও এল তাঁর স্টিক থেকে।
  • খেতে কাজ করতেন বাবা, ১০ বছরে শুরু কুস্তি- অলিম্পিক্সে পদক নিশ্চিত করা কে এই রবি? – জানুন এখানে
  • আর্জেন্টিনার পেনাল্টি কর্নার বাঁচিয়ে দিল ভারত। লং কর্নার ভারতের। দারুণ খেললেন নভনীত কৌর।
  • ৮ মিনিট : পেনাল্টি কর্নার আর্জেন্টিনার।
  • ৭ মিনিট : ভালো রক্ষণাত্মক খেলা ভারতের।  আর্জেন্টিনাকে রুখে দিল ভারত।
  • ২ মিনিট : শুরুতেই গোল গুরজিত কৌরের। পেনাল্টি কর্নার থেকে গোল। এগিয়ে গেল ভারত। 
  • শুরু মহিলা হকির সেমিফাইনাল। 
  • ভারতের প্রথম একাদশ : সবিতা পুনিয়া, গুরজিত কৌর, দীপ গ্রেস এক্কা, উদিা, নিশা, নেহা, মনিকা, নভজ্যোত কৌরি, নভনীত কৌর, রানি রামপাল (অধিনায়ক) এবং বন্দনা কাটারিয়া।
  • ২০১৬ সালে রিও অলিম্পিক্সে হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল গ্রেট ব্রিটেন।
  •  প্রথম সেমিফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিযে ফাইনালে উঠে গিয়েছে নেদারল্যান্ডস। খেলার ফল ৫-১। টানা পাঁচবার অলিম্পিক্স ফাইনালে খেলবে নেদারল্যান্ডস।
  • এই প্রথম অলিম্পিক্স হকির সেমিফাইনালে খেলছে ভারতীয় মহিলা হকি দল।
  • ইতিমধ্যে তৈরি হয়েছে ইতিহাস। সেই স্বপ্নের দৌড় কি অব্যাহত রাখতে পারবেন ভারতীয় হকি দল? সেই প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই। কিছুক্ষণের মধ্যেই টোকিও অলিম্পিক্সের মহিলা হকির সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে নামছেন রানি রামপালরা।

কখন ভারত বনাম আর্জেন্টিনার মহিলা হকির সেমিফাইনাল ম্যাচ শুরু হবে?

ভারতীয় সময় দুপুর বিকেল ৩ টে ৩০ মিনিটে সেই ম্যাচ শুরু হবে।

কোথায় ভারত বনাম আর্জেন্টিনার মহিলা হকির সেমিফাইনাল ম্যাচ দেখতে পারবেন?

Sony TEN 1 HD/SD-তে সরাসরি দেখা যাবে ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.