কোয়ালিফায়ারে টস জিতে প্রথমে ফিল্ডিং দিল্লির

লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে প্লে-অফে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামল মুম্বই ইন্ডিয়ান্স৷ চারবারের চ্যাম্পিয়নদের টক্কর দিতে তৈরি দিল্লি৷ যদিও লিগে দু’বারের সাক্ষাতে দু’বারই হেরেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি৷

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার৷

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে লিগের শেষ ম্যাচে মাঠে ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা৷ যদিও সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাট হাতে রান পাননি ‘হিটম্যান’ দলও ১০ উইকেটে হারে৷ তবে প্লে-অফে অন্য মুম্বই ইন্ডিয়ান্সকে দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

আগেই প্লে-অফের জায়গা করে নেওয়ায় লিগের শেষ ম্যাচে দলের সেরা বোলার জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছিল মুম্বই৷ তার ফলও হাতেনাতে পেয়েছে রোহিত অ্যান্ড কোং৷ হায়দরাবাদের কোনও উইকেট তুলতে পারেনি মুম্বই৷ কোয়ালিফায়ারে অবশ্য দুই পেসার বুমরাহ ও বোল্টকে ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স৷ এছাড়াও চোটের জন্য শেষ দু’টি ম্যাচে খেলতে না-পারা হার্দিক পান্ডিয়াও আজ দলে ফিরলেন৷

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, নাথান কুইল্টার নাইল, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার ও ট্রেন্ট বোল্ট৷

দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), ঋষভ পন্ত, অজিঙ্ক রাহানে, মাকার্স স্টওনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, ড্যানিয়েল স্যামস ও আনরিখ নর্টজে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.