1/6চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া। যিনি ২০১৮ সালে গোল্ড কোয়েস্ট কমনওয়েলথ গেমসে জ্যাভেলিনে সোনা জিতেছিলেন।
2/6সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা বলেন, ‘২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করবেন না নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও যে চোট পেয়েছিল, তা পুরোপুরি সারেনি। পুরো ফিট হয়নি। ও আমাদের সেটা জানিয়েছে।’
3/6দেড়দিন আগেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো জেতেন নীরজ। যা সিনিয়র পর্যায়ের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম পদক।
4/6তবে ফাইনালে কুঁচকিতে চোট লেগে গিয়েছিল নীরজের। তা সত্ত্বেও ইতিহাস গড়েন নীরজ। ৮৮.১৩ মিটার ছোড়েন বর্শা।
5/6পদক জয়ের পরে নীরজ বলেছিলেন, ‘মেডেল জিতে ভালো লাগছে। প্রথম থেকেই ভেবেছিলাম যে আজ ভালো করব। তবে হাওয়ার ধরণটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ভালো করে হোমওয়ার্ক না করার জন্য প্রথম এক, দুটো থ্রো’তে ভালো করতে পারিনি।’
6/6নীরজ বলেছিলেন, ‘চতুর্থ থ্রোয়ের পরে ভালো লাগল, তবে তারপরেই কুঁচকিতে টান লাগতে শুরু করেছিল। তবে চেষ্টা করছিলাম, যেন ষষ্ঠ রাউন্ডে ভালো কিছু করার। কিন্তু করতে পারিনি। কারণ চোটের কথা ভাবছিলাম। তবু রুপো জেতায় আমি খুবই খুশি। তবে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। কারণ পরের বছর ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে।’