৩১ মার্চ থেকে ৩ এপ্রিল। মাত্র চার দিন হল আইপিএল (IPL 2023) শুরু হয়েছে। এরমধ্যেই কোভিডের (Covid 19) ধাক্কায় জর্জরিত ক্রোড়পতি লিগ। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। মঙ্গলবার অর্থাৎ ৪ এপ্রিল এই তারকা ধারাভাষ্যকার নিজের অসুস্থতার কথা টুইটারে জানিয়েছেন। করোনার জন্যই গত তিন বছর ধরে কোনওরকমে আইপিএল-এর আয়োজন করেছিল বিসিসিআই (BCCI)। তবে এবার পরস্থিতি অনেক স্বাভাবিক থাকার জন্য ফের পুরনো ধাঁচে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে গোটা দেশজুড়ে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। তবে ভারতের প্রাক্তন ওপেনারের কোভিড আক্রান্ত হওয়ার জন্য অনেকের মনে ভয় ধরে গেল।
ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আকাশ টুইটারে লিখেছেন, ‘কোভিডে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলাম। হ্যাঁ করোনা ভাইরাস আমার শরীরে ফের বাসা বেঁধেছে। কিছু শারীরিক সমস্যা থাকলেও, এখনও সব ঠিক আছে। তবে আগামী কয়েক দিন সবার থেকে আলাদা থাকতে হবে। ধারাভাষ্য দিতে পারব না। আশাকরি আগামী কয়েক দিনে আরও শক্তিশালী হয়ে ফিরব।’

