ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ভক্তরা আদর করে ডাকেন সিআর সেভেন। তিনি তাঁর কেরিয়ারের সায়াহ্নে এসে ফের পা রেখেছেন তাঁর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। প্রিমিয়র লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও তাঁর পুরনো দলের হয়ে ‘ঘর ওয়াপসিটা’ গোলের মধ্য দিয়ে নজির গড়ে রোনাল্ডো উদযাপন করলেও কাঙ্খিত জয় এল না চ্যাম্পিয়ন্স লিগে। রোনাল্ডো, ভারানে, স্যাঞ্চোদের দলে নেওয়ার পরেও ইয়ং বয়েজ ক্লাবের কাছে ১-২ ফলে হার স্বীকার করতে হল ম্যান ইউকে।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৩ মিনিটের মাথায় রোনাল্ডোর করা গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের। এদিন সুইস ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে মাঠে নামলেই চ্যাম্পিয়ন্স লিগে ১৭৭ ম্যাচ খেলা হত পর্তুগিজ তারকার। যে রেকর্ডটি দখলে রয়েছে তাঁর প্রাক্তন সতীর্থ, রিয়াল মাদ্রিদ ও এফসি পোর্তোর প্রাক্তন গোলকিপার ইকার ক্যাসিয়াসের। ইয়ং বয়েজের বিপক্ষে এদিনের ম্যাচে প্রথম দলে খেলে ক্যাসিয়াসের সেই নজির স্পর্শ করলেন রোনাল্ডো। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় তিনিও খেলে ফেললেন ১৭৭টি ম্যাচ।
ম্যাচের ১৩ মিনিটে স্বদেশি ব্রুনো ফার্নান্ডেজের সহায়তায় ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনে রোনাল্ডো ম্যান ইউকে ১-০ ফলে এগিয়ে দিলেও ৬৬ মিনিটে গোল শোধ করেন ইয়ং বয়েজের ক্যামেরুনিয়ান উইঙ্গার নিকোলাস এনগামালেউ। রুদ্ধশ্বাস ম্যাচের একদম শেষ মূহুর্তে গোল করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জর্ডান সিবাতচু রোনাল্ডোর প্রত্যাবর্তনকে স্মরনীয় হতে দিলেন না।
ইউনাইটেডের ইংলিশ রাইটব্যাক অ্যারন ওয়ান-বিসাকা ৩৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ডকে ম্যাচের ৭২ মিনিটে রোনাল্ডোর পরিবর্তে নামান কোচ। ম্যাচের একদম শেষ মূহুর্তে লিনগার্ডের এক ভুল ব্যাকপাসের সুযোগ নিয়েই জয়সূচক গোলটা করেন সিবাতচু!