সদ্য শেষ হওয়া আইপিএলের দ্বিতীয় পর্বে না খেলার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার জোস বাটলার। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলাকালীন বাটলার নতুন করে ফের বাবা হয়েছিলেন। তার পরেই পরিবারকে সময় দিতে রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর আর আইপিএলে খেলা হয়নি। তাঁর এই সিদ্ধান্ত যে তাঁর পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা বারবার প্রমাণিত হচ্ছে চলতি টি-২০ বিশ্বকাপে। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ইংল্যান্ডের হয়ে এক নয়া নজির গড়লেন বাটলার। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে প্রথম ইংলিশ টি-২০ ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫০০’র বেশি রান করার নজির গড়লেন তিনি।
এ দিন ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে বেশ কিছুটা চাপে পড়ে যায়। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করে ৪৭ রান। ১০ ওভারের পর থেকেই বাটলার মর্গ্যান জুটি ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে শুরু করেন। মাত্র ৬৭ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার। তাঁর ব্যাটে ভর করেই ১৬৩ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড। ম্যাচে রান তাড়া করতে নেমে ম্যাচে ১৩৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ২৬ রানের জয়ের মধ্যে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।ট্রেন্ডিং স্টোরিজ
এ দিন ম্যাচে বাটলারের অপরাজিত ১০১ রানের ইনিংস সাজানো ছিল ৬ টি চার ও ৬টি ছয়ে। ১৫০.৭৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ম্যাচের শেষ ওভারের ৪ এবং ৫ নম্বর বল ডট হওয়ার পরেও শেষ বলে ছয় মেরে নিজের শতরান পূর্ণ করে প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫০০’র অধিক রান করার নজির গড়েন তিনি।