প্যারিসে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক বর্মা। শনিবার ফাইনালে ফরাসি জুটি সোফি ডডমন্ট ও জেন ফিলিপকে ১৫২-১৪৯ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। তার ফলে তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ের কম্পাউন্ড মিক্সড ইভেন্টের প্রথম সোনা জিতল ভারত।
শনিবার ফাইনালে পুরো ‘অ্যাওয়ে ম্যাচে’ নেমেছিলেন অভিষেক-জ্যোতিরা। ফরাসি জুটির সমর্থনে প্যারিসে রীতিমতো কানপাতা দায় হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে প্রথম চারটি তিরেই ১০ তুলে নেয় অভিষেক-জ্যোতি জুটি। চাপের মুখে ফরাসি জুটি মাত্র একটিতে ১০ পয়েন্টে পায়। বাকি তিনটিতে পায় নয় পয়েন্ট।
কিন্তু সেই তিন পয়েন্টের লিড ধরে রাখতে পারেনি ভারত। দ্বিতীয় এন্ডে ৩৮-৩৬ পয়েন্টে হেরে যান অভিষেকরা। তার ফলে ভারতের লিড ঠেকে এক পয়েন্টে। তৃতীয় এন্ডে ৩৯ পয়েন্ট পায় ফরাসি জুটি। প্রবল চাপের মুখে নতিস্বীকার না করে ৩৯ পয়েন্টে তৃতীয় রাউন্ড শেষ করে ভারত।
সেই পরিস্থিতিতে জয়ের জন্য ফরাসি জুটিকে কার্যত ‘পারফেক্ট’ ৪০ করতে হত। কিন্তু প্রথম দু’বারের চেষ্টায় ১৮ পয়েন্টের বেশি পায়নি ফরাসি জুটি। ভারতের ঝুলিতে যায় ১৯ পয়েন্ট। দু’পয়েন্টে পিছিয়ে যাওয়ায় ‘পারফেক্ট’ ১০ ছাড়া ফরাসি জুটির কাছে কোনও সুযোগ ছিল না। কিন্তু ১৭ পয়েন্টের বেশি তুলতে পারেননি ফরাসিরা। ফলে ভারতের কাজটা আরও সহজ হয়ে যায়। মাত্র ১৬ পয়েন্ট পেলেই সোনা জিতে যেত। যে কাজটা করতে কোনও ভুল করেননি অভিষেক এবং জ্যোতি।