Breaking: পন্ত আউট, সিডনি টেস্টে লড়াইয়ে ভারত

নিউ ইয়ার টেস্টে স্বপ্নের প্রত্যাবর্তন ভারতের৷ ঋষভ পন্তের দুর্দান্ত ব্যাটিং ও চেতেশ্বর পূজারার লড়াকু হাফ-সেঞ্চুরিতে সিডনি টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করছে টিম ইন্ডিয়া৷ প্রথম ইনিংসের কনুইয়ে চোট পেয়ে মাঠের বাইরে থাকা পন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অজি বোলারদের শাসন করলেন৷ কিন্তু মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মাঠে রেখে আসেন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান৷

পন্তের আক্রমণাত্মক ও পূজারার লড়াকু ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ভারত৷ চতুর্থ উইকেটে ১৪৮ রান যোগ করেন দু’জনে৷ পূজারা ও পন্ত যখন ভারতের জয়ের স্বপ্ন দেখাছেন, ঠিক তখনই অ্যাটাকিং পন্তকে তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে ধাক্কা দেন নাথান লায়ন৷ অজি অফ-স্পিনারের ওয়াইড ডেলিভারি তাড়া করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পন্ত৷

৪০৭ রান তাড়া করতে গিয়ে ২৫০ রানে চার উইকেটে হারায়৷ দ্বিতীয় নতুন বলের আগের ওভারই লায়নকে উইকেট দিয়ে আসেন পন্ত৷ বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন তরুণ এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ ১১৮ বলে এক ডজন বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়ে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন পন্ত৷ মাত্র ৬৪ বলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি করেন তিনি৷

পন্ত আউট হলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে লড়াই চালাচ্ছেন চেতেশ্বর পূজারা৷ টেস্ট কেরিয়ারে ২৬তম হাফ-সেঞ্চুরি করে ১৯তম সেঞ্চুরির পথে এগোচ্ছেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ একই সঙ্গে এদিন টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন টপকে যান পূজারা৷ ১৭০ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি করেন তিনি৷

সোমবার ম্যাচের পঞ্চম দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের৷ দুই উইকেটে ৯৮ রান নিয়ে খেলতে নেমে মাত্র ৪ রান যোগ করেই ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের উইকেট হারায় ভারত৷ আগের দিনের স্কোরেই ব্যক্তিগত ৪ রানে লায়নের বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক৷ শুরুতেই রাহানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত৷

কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন পূজারা ও পন্তের দুরন্ত লড়াই৷ কিন্তু পন্ত আউট হওয়ার পর ফের চাপে পড়ে ভারত৷ এখনও জয়ের জন্য ভারতের দরকার ১৫৭ রান৷ নতুন বলে অজি বোলারদের বিরুদ্ধে লড়াই করছেন পূজারা ও হনুমা বিহারী৷প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করা পূজারা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির লক্ষ্যে ব্যাটিং করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.