তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ৬০ রানে হারাল ভারতের মহিলা দল। সহজ এই জয়ের ফলে সিরিজ় নিজের নামে করল তারা। এই ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন স্মৃতি মন্ধানা। ব্যাট করতে নেমে পাঁচটি নজির গড়েছেন তিনি। পাশাপাশি বিশ্বরেকর্ড করেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে ভারত। ওপেন করতে নেমে ৪৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেন মন্ধানা। এই ইনিংসের পর পাঁচটি নজির গড়েছেন তিনি।
১) দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক রান— এই সিরিজ়ে ১৯৩ রান করেছেন মন্ধানা। দ্বিপাক্ষিক সিরিজ়ে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক রান করেছেন তিনি। ৬৪.৩৩ গড়ে রান করেছেন মন্ধানা। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন মিতালি রাজ।
২) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান— এই বছর ২৩টি টি২০ ম্যাচে ৭৬৩ রান করেছেন মন্ধানা যা মহিলাদের ক্রিকেটে সর্বাধিক। ৪২.৩৮ গড়ে রান করেছেন তিনি। এই বছরই শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ২১টি ম্যাচে ৭২০ রান করেছেন। সেই রেকর্ড ভেঙেছেন মন্ধানা।
৩) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক অর্ধশতরান— এই বছর আটটি অর্ধশতরান করেছেন মন্ধানা যা সর্বাধিক। এর আগে ২০১৮ সালে সাতটি অর্ধশতরান করেছিলেন মিতালি রাজ।
৪) টি২০-তে সর্বাধিক অর্ধশতরান— টি-টোয়েন্টিতে ৩০টি অর্ধশতরান করেছেন মন্ধানা যা সর্বাধিক। সুজ়ি বেটসের রয়েছে ২৯টি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৭৭ রান করে সেই রেকর্ড ভেঙেছেন ভারতীয় ব্যাটার।
৫) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক চার— এই বছর ১০০টি চার মেরেছেন মন্ধানা, যা সর্বাধিক। গত বছর ৯৯টি চার মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের হেইলি ম্যাথুজ়। তাঁকে ছাপিয়ে গিয়েছেন মন্ধানা।
মন্ধানা ছাড়াও রেকর্ড করেছেন রিচা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ১৮ বলে করেছেন অর্ধশতরান, যা মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম। আগে সোফি ডিভাইন ও ফোবে লিচফিল্ডও ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলার রিচা। মূলত এই দুই ব্যাটারেরা ব্যাটে ভর করে ২১৭ রান করে ভারত।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ় ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। প্রথম থেকেই রান তোলার গতি তাদের কম ছিল। ফলে বোঝা যাচ্ছিল, লড়াইয়ে আর নেই তারা। শেষ পর্যন্ত ৬০ রানে হারতে হয় তাদের। ভারতের বোলারদের মধ্যে নজর কেড়েছেন রাধা যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।