আইসিসি টি-২০ বিশ্বকাপের ফার্স্ট রাউন্ড গ্রুপ-বি’তে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। সন্দেহ নেই শাকিবরাই ছিলেন ফেবারিট। তবে শুরুতেই চমক দেয় স্কটল্যান্ড। তারা বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে।17 Oct 2021, 11:48:46 PM IST
ম্যাচের সেরা গ্রেভস
২৮ বলে ৪৫ রানের ঝোড়ে ইনিংস ও ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিক হন স্কটল্যান্ডের ক্রিস গ্রেভস।17 Oct 2021, 11:29:33 PM IST
বিশ্বকাপের শুরুতেই লজ্জার হার শাকিবদের
ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলগুলিকে বিধ্বস্ত করা বাংলাদেশ বিশ্বকাপের শুরুতেই টের পেল কত ধানে কত চাল। স্কটল্যান্ডের মতো তুলনায় দুর্বল দলের কাছেও হারতে হল শাকিবদের। এই মুহূর্তে টি-২০ বিশ্বব়্যাঙ্কিংয়ের ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ডের অবস্থান ১৪ নম্বরে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিস্তর পিছিয়ে থাকা দলের কাছে হার নিঃসন্দেহে ধাক্কা বাংলাদেশের কাছে। উল্লখযোগ্য বিষয় হল, এই ম্যাচেই শাবিক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। দলের হারে তাঁর নজির গড়ার দিনটি কলঙ্কিত হয়ে রইল সন্দেহ নেই।17 Oct 2021, 11:22:58 PM IST
৬ রানে হার বাংলাদেশের
শেষ ওভারে দরকার ছিল ২৪ রান। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ রান তোলে বাংলাদেশ। ফলে স্কটল্যান্ডের ৯ উইকেটে ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ আটকে যায় ৭ উইকেটে ১৩৪ রানে। ৬ রানের উত্তেজক জয় ছিনিয়ে নেয় স্কটল্যান্ড। মেহেদি হাসান ১৩ ও সইফুদ্দিন ৫ রানে অপরাজিত থাকেন। 17 Oct 2021, 11:13:14 PM IST
শেষ ওভারে দরকার ২৪ রান
জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ২৪ রান। ১৯ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলেছে।17 Oct 2021, 11:12:42 PM IST
মাহমুদুল্লাহ আউট
১৮.৫ ওভারে হোয়েলের বলে ম্যাকলেয়ডের হাতেই ধরা দেন মাহমুদুল্লাহ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৩ রান করে ক্রিজ ছাড়েন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ১১৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সইফুদ্দিন।17 Oct 2021, 11:12:04 PM IST
নুরুল আউট
১৮.২ ওভারে ব্র্যাড হোয়েলের বলে ম্যাকলেয়ডের হাতে ধরা পড়েন নুরুল। ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নুরুল। বাংলাদেশ ১১০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদি হাসান।17 Oct 2021, 11:04:05 PM IST
আফিফকে ফেরালেন ওয়াট
১৭.৩ ওভারে আফিফকে ফেরালেন মার্ক ওয়াট। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৮ রান করে ডেভির হাতে ধরা পড়েন আফিফ। বাংলাদেশ ১০৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নুরুল হাসান। ১৮ ওভারে বাংলাদেশ ১০৯/৫।17 Oct 2021, 11:00:44 PM IST
৩ ওভারে দরকার ৩৭
১৭ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ১০৪ রান তুলেছে। জয়ের জন্য তাদের ৩ ওভারে দরকার ৩৭ রান। মাহমুদুল্লাহ ১৬ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছেন। ১০ বলে ১৭ রান করেছেন আফিফ।17 Oct 2021, 10:51:25 PM IST
৫ ওভারে দরকার ৫৪ রান
জয়ের জন্য শেষ ৫ ওভারে বাংলাদেশের দরকার ৫৪ রান। তারা ১৫ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলেছে। মাহমুদুল্লাহ ৬ ও আফিফ ৮ রানে ব্যাট করছেন। 17 Oct 2021, 10:42:41 PM IST
মুশফিকুরকে ফেরালেন গ্রেভস
নিজের প্রথম ওভারের প্রথম বলে শাকিবের উইকেট তুলে নেন গ্রেভস। এবার দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি ফিরিয়ে দিলেন মুশফিকুর রহিমকে। ১৩.১ ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৩৮ রান করেন মুশফিক। বাংলাদেশ ৭৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। ১৪ ওভারে বাংলাদেশ ৮০/৪।17 Oct 2021, 10:33:17 PM IST
শাকিবকে ফেরালেন গ্রেভস
বল হাতে নিয়েই শাকিবকে ফিরিয়ে দিলেন গ্রেভস। ১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন গ্রেভস। প্রথম বলেই তিনি আউট করেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডারকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২০ রান করে ম্যাকলেয়ডের হাতে ধরা পড়েন শাকিব। বাংলাদেশ ৬৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। ১২ ওভার শেষে বাংলাদেশ ৭৩/৩। মুশফিকুর ৩১ বলে ৩৭ রান করে ব্যাট করছেন। 17 Oct 2021, 10:21:00 PM IST
১০ ওভারে বাংলাদেশ ৫৯/২
১০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৮২ রান। মুশফিকুর ২৯ ও শাকিব ১৭ রানে ব্যাট করছেন।17 Oct 2021, 10:18:49 PM IST
৫০ টপকাল বাংলাদেশ
নবম ওভারে লিক্সের বলে পরপর ২টি ছক্কা মেরে বাংলাদেশকে ৫০ রানের গণ্ডি পার করান মুশফিকুর রহিম। ৯ ওভার শেষে বাংলাদেশ ৫২/২। মুশফিকুর ২২ বলে ২৫ রান করেছেন। ২০ বলে ১৪ রান করেছেন শাকিব।17 Oct 2021, 10:03:23 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ২৫/২
পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তোলে বাংলাদেশ। শাকিব ১৪ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন। মুশফিকুর ১০ বলে ৪ রান করে ব্যাট করছেন।17 Oct 2021, 09:49:03 PM IST
লিটনকে ফেরালেন ব্র্যাড
৩.৩ ওভারে লিটনকে ফেরালেন ব্র্যাড হোয়েল। ৭ বলে ৫ রান করে মুনসির হাতে ধরা পড়েন লিটন দাস। বাংলাদেশ ১৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৪ ওভার শেষে বাংলাদেশ ১৯/২।17 Oct 2021, 09:40:08 PM IST
সৌম্যকে ফেরালেন ডেভি
১.৩ ওভারে সৌম্য সরকারকে ফেরালেন জোস ডেভি। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করে মুনসির হাতে ধরে পড়েন বাংলাদেশ ওপেনার। বাংলাদেশ ৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাকিব। বাংলাদেশ ২ ওভার শেষে ১০/১।17 Oct 2021, 09:35:26 PM IST
বাংলাদেশের রান তাড়া করা শুরু
বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। স্কটল্যান্ডের হয়ে প্রথম ওভারে বল করতে আসেন ব্র্য়াড হোয়েল। দ্বিতীয় বলে চার মারেন সৌম্য। প্রথম ওভারে ৭ রান ওঠে।17 Oct 2021, 09:21:46 PM IST
২০ ওভারে স্কটল্যান্ড ১৪০/৯
মাঝের ওভারে পরপর উইকেট হারানোর ধাক্কা সামলে লড়াই করার রসদ জোগাড় করে নিল স্কটল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪০ রান তোলে। সফিয়ান শরিফ ১টি ছক্কার সাহায্যে ২ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ব্র্যাড নট-আউট থাকেন ১ বলে ১ রান করে। সুতরাং, জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪১ রান।17 Oct 2021, 09:17:06 PM IST
ডেভিকে ফেরালেন মুস্তাফিজুর
গ্রেভসের উইকেট নেওয়ার ঠিক পরের বলেই জোস ডেভিকে ফেরালেন মুস্তাফিজুর। ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ৮ রান করে বোল্ড হন তিনি। স্কটল্যান্ড ১৩১ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ব্র্যাড হোয়েল।17 Oct 2021, 09:15:50 PM IST
হাফ-সেঞ্চুরি হাতছাড়া গ্রেভসের
হাফ-সেঞ্চুরি হাতছাড়া ক্রিস গ্রেভসের। শেষ ওভার মুস্তাফিজুরের প্রথম বলে শাকিবের হাতে ধরা পড়েন তিনি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৫ রান করে ক্রিজ ছাড়েন গ্রেভস। স্কটল্যান্ড ১৩১ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সফিয়ান শরিফ।17 Oct 2021, 09:08:13 PM IST
তাস্কিনের ওভারে ১৫ রান
প্রথম বলে উইকেট নিলেও ১৮তম ওভারে ১৫ রান খরচ করেন তাস্কিন। গ্রেভস ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৮ ওভার শেষে স্কটল্যান্ড ১১৯/৭। গ্রেভস অপরাজিত রয়েছেন ২৩ বলে ৪৩ রান করে। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।17 Oct 2021, 09:02:17 PM IST
ওয়াটকে ফেরালেন তাস্কিন
১৭.১ ওভারে মার্ক ওয়াটকে ফেরালেন তাস্কিন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২২ রান করে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ওয়াট। স্কটল্যান্ড ১০৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জোস ডেভি।17 Oct 2021, 09:00:27 PM IST
১০০ টপকাল স্কটল্যান্ড
১৭ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে স্কটল্যান্ড। ক্রিস গ্রেভস ১৯ বলে ২৮ রান করেছেন। ১৬ বলে ২২ রান করেছেন মার্ক ওয়াট।17 Oct 2021, 08:57:01 PM IST
শাকিব ৪ ওভারে ১৭/২
শাকিব আল হাসান ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ১৭ রানের বিনিময়ে ২ উইকেট দখল করে। মেহেদি হাসান ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন।17 Oct 2021, 08:51:56 PM IST
১৫ ওভারে স্কটল্যান্ড ৮৭/৬
১৫ ওভার শেষে স্কটল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলেছে। ক্রিস গ্রেভস ১৪ বলে ২১ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৯ বলে ১৩ রান করেছেন মার্ক ওয়াট।17 Oct 2021, 08:34:57 PM IST
ম্যাকলেয়ডকে ফেরালেন মেহেদি
ভালো শুরু করেও স্কটল্যান্ডের ইনিংসে ধস নামে। ১১.৩ ওভারে ম্যাকলেয়ডকে ফেরালেন মেহেদি। ১৪ বলে ৫ রান করে বোল্ড হল স্কটিশ তারকা। স্কটল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক ওয়াট। ম্যাচে ৩ উইকেট নেন মেহেদি। ১২ ওভার শেষে স্কটল্যান্ড ৫৫/৬।17 Oct 2021, 08:31:44 PM IST
লিস্কের উইকেট তুলে নিলেন শাকিব
বেরিংটেনর আউট হওয়ার পর একই ওভারে সদ্য ক্রিজে আসা মাইকেল লিস্কের উইকেটও তুলে নিলেন শাকিব। ১০.৪ ওভারে লিটনের হাতে ধরা দেন লিস্ক। ২ বল খেলে কোনও রান করতে পারেননি তিনি। স্কটল্যান্ড ৫২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গ্রেভস।17 Oct 2021, 08:28:40 PM IST
শাকিবের শিকার বেরিংটন
১০.২ ওভারে বেরিংটেনর উইকেট তুলে নিলেন শাকিব আল হাসান। ৫ বলে ২ রান করে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন বেরিংটন। স্কটল্যান্ড ৫২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাইকেল লিস্ক।17 Oct 2021, 08:24:25 PM IST
১০ ওভরে স্কটল্যান্ড ৫১/৩
১০ ওভর শেষে স্কটল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। শেষ ৩ ওভারে মাত্র ৭ রান তোলে তারা। ২ উইকেট হারায়। বেরিংটন ২ ও ম্যাকলেয়ড ৪ রানে ব্যাট করছেন।17 Oct 2021, 08:19:31 PM IST
মুনসি আউট
নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরত করে ২টি উইকেট তুলে নিলেন মেহেদি হাসান। দ্বিতীয় বলে তিনি তুলে নেন ক্রসের উইকেট। পঞ্চম বলে বোল্ড করেন জর্জ মুনসিকে। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন জর্জ। স্কটল্যান্ড ৪৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কালাম ম্যাকলেয়ড। ৮ ওভার শেষে স্কটল্যান্ড ৪৭/৩।17 Oct 2021, 08:15:37 PM IST
ক্রসকে ফেরালেন মেহেদি
বল হাতে নিয়েই ম্যাথিউ ক্রসের উইকেট তুলে নিলেন মেহেদি হাসান। ৭.২ ওভারে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ক্রস। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১১ রান করেন ক্রস। স্কটল্যান্ড ৪৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিচি বেরিংটন।17 Oct 2021, 08:08:25 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে স্কটল্যান্ড ৩৯/১
স্কটল্যান্ড শুরুতেই ক্যাপ্টেন কোয়েটজারের উইকেট হারিয়েছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে তারা পাওয়ার প্লে-তে শক্তপোক্ত ভিত গড়ে বলা যয়া। ৬ ওভার শেষে স্কটল্যান্ড ১ উইকেটে বিনিময়ে ৩৯ রান তুলেছে। মিনসি ১৮ বলে ২৬ রান করেছেন। ১২ বলে ৮ রান করেছেন ক্রস।17 Oct 2021, 08:00:54 PM IST
৫ ওভারে স্কটল্যান্ড ২৬/১
৫ ওভার শেষে স্কটল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ২৬ রান তুলেছে। জর্জ মুনসি ১৬ বলে ১৯ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৮ বলে ৩ রান করেছেন ক্রস।17 Oct 2021, 07:49:22 PM IST
কোয়েটজারকে ফেরালেন সইফুদ্দিন
তৃতীয় ওভারে সইফুদ্দিনের হাতে বল তুলে দেন মাহমুদুল্লাহ। চতুর্থ বলে তিনি বোল্ড করেন কোয়াটজারকে। ৭ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন স্কটিশ অধিনায়ক। স্কটল্যান্ড ৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাথিউ ক্রস। ৩ ওভার শেষে স্কটল্যান্ড ৭/১।17 Oct 2021, 07:33:44 PM IST
ম্যাচ শুরু
স্কটল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জর্জ মুনসি ও কাইল কোয়েটজার। বাংলাদেশের হয়ে নতুন বলে বোলিং শুরু করেন তাস্কিন আহমেদ। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন জর্জ। প্রথম ওভারে ৪ রান ওঠে। কোনও উইকেট হারায়নি স্কটল্যান্ড।17 Oct 2021, 07:31:25 PM IST
স্কটল্যান্ডের প্রথম একাদশ
কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), জর্জ মুনসি, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), রিচি বেরিংটন, কালাম ম্যাকলেয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জোস ডেভি, সফিয়ান শরিফ ও ব্র্যাড হোয়েল।17 Oct 2021, 07:20:12 PM IST
বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (ক্যাপ্টেন), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 17 Oct 2021, 07:17:33 PM IST
আইপিএলের ক্লান্তি ঝেড়ে বিশ্বকাপ শুরু শাকিবের
শুক্রবার আইপিএলের ফাইনাল খেলার পর একদিন বিশ্রাম নিয়ে রবিবারই টি-২০ বিশ্বকাপে মাঠে নেমে পড়লেন শাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম একাদশে নাম রয়েছে তারকা অল-রাউন্ডারের। বিশ্বকাপ অভিযানের শুরুতে কোনও ঝুঁকি না নিয়ে পূর্ণ শক্তির দল নামানোই শ্রেয় মনে হয় টিম ম্যানেজমেন্টের। তাই দলে রাখা হয়েছে মুস্তাফিজুরকেও। মুশফিকুর রহিম বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন। উইকেটকিপিং করবেন নুরুল হাসান।17 Oct 2021, 07:14:35 PM IST
টস জিতল বাংলাদেশ
স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, টস জিতে শুরুতে বোলিং বাংলাদেশের।