আইএসএলের (ISL 2022-23) প্লে-অফে জায়গা করে নেওয়া এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) চেয়েছিল ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) হারিয়ে পয়েন্ট টেবলে তিনে চলে আসতে। কিন্তু রবিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের সেই সৌভাগ্য হল না। সিমন গ্রেসনের (Simon Grayson) টিম কলকাতায় এসে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে। আর এই জয়ের সঙ্গেই বেঙ্গালুরু লিগ তালিকায় প্রথম ছয়ের মধ্যে চলে এল। টানা চার ম্যাচ জিতে আসা দলটার বিরুদ্ধে এটিএমবি( ATKMB) যে, এদিন কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে, তা আগেই জানা ছিল। তবে গোলের সুযোগ তৈরি করেও ফিনিশ করতে না পারার খেসারত দিল মেরিনার্স। আর এদিন গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে খেলা যাওয়া দুই প্রাক্তন ফুটবলারই চেনা মাঠে ফুল ফোটালেন। স্কোরশিটে নাম লেখালেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্জেজ (Javi Hernandez) ও ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ (Roy Krishna)। জাভি ২০২০-২১ মরসুম কাটিয়েছেন এটিকে মোহনবাগানে। এটিকে ও এটিকে মোহনবাগান মিলিয়ে রয় কৃষ্ণ ২০১৯-২২ পর্যন্ত খেলেছেন। নিজেদের ঘরের মাঠে এই প্রথমবার বেঙ্গালুরুর কাছে হারল এটিকে মোহনবাগান।
2023-02-06