আইএসএলের লিগ পর্ব শেষ। লিগ শেষে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে জামশেদপুর শীর্ষ স্থান ধরে থাকল। তারা জিতে নিল লিগশিল্ড। আর এটিকে মোহনবাগান ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে থাকল তিনে। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল হায়দরাবাদ এফসি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স চারে শেষ করল। এ বার পালা নক আউট পর্বের।
আইএসএলের নিয়ম অনুযায়ী, এক নম্বর দল মুখোমুখি হবে চার নম্বর দলের। অর্থাৎ সেমিতে জামশেদপুর খেলবে কেরালার বিরুদ্ধে। আর দুই এবং তিন নম্বর টিম অর্থাৎ হায়দরাবাদ এফসি এবং এটিকে মোহনবাগান দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।ট্রেন্ডিং স্টোরিজ
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম লেগে ২-২ ড্র করেছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় লেগে অবশ্য ২-১ জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেমিতেও তারা জয়ের ধারা ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার!
সেমিফাইনালের সূচি:
১১ মার্চ: জামশেদপুর বনাম কেরালা ব্লাস্টার্স- সন্ধ্যে ৭.৩০ (ফতোরদা স্টেডিয়াম, মারগাও)
১২ মার্চ: হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান- সন্ধ্যে ৭.৩০ (জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, ব্যাম্বোলিম)
১৫ মার্চ: কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর- সন্ধ্যে ৭.৩০ (তিলক ময়দান, ভাস্কো)
১৬ মার্চ: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি- সন্ধ্যে ৭.৩০ (জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, ব্যাম্বোলিম)