বছরভর খবর সংগ্রহের কাজে যাঁরা ব্যস্ত থাকেন, রবিবার তাঁরা খবর হলেন। কলকাতা প্রেস ক্লাব এশিয়ায় সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন। এবার তার ৭৫-তম বর্ষ। ময়দানে অ্যামেচার কাবাডি ক্লাবের মাঠে এ দিন হয়ে গেল তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
কলকাতা প্রেস ক্লাবে এর পুরস্কার দিতে এসে প্রাক্তন ফুটবল তারকা মানস ভট্টাচার্য অভিভাবকদের
আর্জি জানালেন, ছেলেমেয়েদের খেলাধূলার দিকে নজর দেবেন। শুধু পড়াশোনার ওপর চাপ দেবেন না। খেলাধুলার পাশাপাশি যদি পড়াশোনাতেও কেউ সফল হতে পারে, তাহলে তো খুব ভাল! লক্ষণ, কুন্দলের মত ক্রীড়াবিদও তো আমরা পেয়েছি!
কলকাতা ময়দানের এই মুহূর্তের সবচেয়ে সফল ক্রীড়া প্রশাসক এবং একগুচ্ছ সংগঠনের কর্ণধার বাবুন বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে যান ক্লাব কর্তৃপক্ষ ও প্রতিযোগীদের। মানসের মত বাবুনও বলেন, আজ ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ। ওটা ছাড়াও রয়েছে বেশ ক’টি আবশ্যিক গন্তব্য। তবু প্রেস ক্লাব আমার নিজের ক্লাব মনে করে এসেছি।
ক্রীড়ানুষ্ঠান শুরুর আগে পতাকা উত্তোলন করেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। পুরুষ ও মহিলাদের বয়সভিত্তিক নানা ধরণের প্রতিযোগিতা ছিল এতে। আট থেকে আশি নয়, আড়াই থেকে প্রায় নব্বইয়ের প্রতিযোগী ছিলেন এ সবে।
সারা দিন গানে জমিয়ে রেখেছিলেন প্রিয় ভট্টাচার্য ও তাঁর সম্প্রদায়। ক্রীড়ানুষ্ঠান এবং পুরস্কার প্রদানের মাঝে ছিল মধ্যাহ্ণভোজের আয়োজন।
অশোক সেনগুপ্ত