মোতেরায় পিঙ্ক বল টেস্ট ম্যাচে ল্যাজে-গোবরে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘূর্ণি পিচে অক্ষর প্যাটেলের স্পিনের ছোবলে দিশেহারা রুট অ্যান্ড কোং। সিরিজের তৃতীয় তথা পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে ব্রিটিশদের ইনিংস গুটিয়ে গেল মাত্র ১১২ রানে। অক্ষর প্যাটেল একাই নিলেন ৬ উইকেট। ৩টি রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে আর অন্যটি ইশান্ত শর্মার।
তৃতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করার প্রয়োজনই হল না ভারতের। প্রথম সেশনে ২৭ রানে ২ উইকেট হারানোর পর একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন জ্যাক ক্রলি এবং অধিনায়ক জো রুট জুটি। কিন্তু চা-বিরতির পর দ্বিতীয় সেশনে ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হন ইংরেজ ব্যাটসম্যানরা। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ওলি পোপকে ফেরান অশ্বিন।
এরপর জোফ্রা আর্চার, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রডরা একে একে ক্রিজে আসেন এবং সাজঘরে ফিরে আসেন। চা-বিরতির আগে ২ উইকেট সংগ্রহ করা অক্ষর দ্বিতীয় সেশনে আরও বিধ্বংসী। দ্বিতীয় সেশনে বাঁ-হাতি স্পিনারের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন বেন ফোকস, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস। মাত্র ৪৮.৪ ওভারেই ১১২ রানে গুটিয়ে যায় রুটদের ইনিংস। ৩৮ রানে খরচ করে ৬ উইকেট নেন অক্ষর। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ওপেনার জ্যাক ক্রলির (৫৩)।
টস জিতে মোতেরায় এদিন প্রথমে ব্যাটিং’য়ের সিদ্ধান্ত নেন জো রুট। কিন্তু ম্যাচের তৃতীয় ওভারেই ছন্দপতন। মাইলস্টোন ম্যাচে বিপক্ষ শিবিরকে প্রথম ধাক্কাটা দেন ইশান্ত শর্মা। দ্বিতীয় স্লিপে রোহিত শোর্মার হাতে ধরা পড়লেন ডম সিবলে। একই পথের পথিক সিরিজে প্রথমবার খেলতে নামা জনি বেয়ারস্টো। তিনি শূন্য রানে ফেরেন অক্ষর প্যাটেলের স্পিনে ঠকে গিয়ে।
এরপর আরেক ওপেনার জ্যাক ক্রলি এবং অধিনায়ক জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল ইংরেজরা। জোড়া ধাক্কা সামলে দলের ইনিংসকে ভালই টানছিলেন এই দুই ব্যাটসম্যান। অধিনায়ককে সঙ্গে নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন ক্রলি। কিন্তু চা-বিরতিতে যাওয়ার আগেই ফের জোড়া ধাক্কায় কেঁপে যায় ইংরেজ ব্যাটিং লাইন-আপ।
রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে তৃতীয় ধাক্কাটা হানেন গত ম্যাচের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বল খেলে ক্রিজে থিতু হয়ে যাওয়ার ইংরেজ অধিনায়ক ১৭ রানে ফেরেন লেগ বিফোর উইকেট হয়ে। তৃতীয় উইকেটে যোগ হয় মূল্যবান ৪৭ রান। রুট ফেরার পর দীর্ঘায়িত হয়নি ক্রলির ইনিংসও। ৮৪ বলে ৫৩ রান করে অক্ষরের দ্বিতীয় শিকার হন তিনি। ৪ উইকেট হারিয়ে প্রথম সেশন ৮১ রানে শেষ করে ইংল্যান্ড।