আইপিএলে জাঁকিয়ে বসল করোনার থাবা৷ কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের পর করোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের দুই সদস্য৷ ফলে বড়সর প্রশ্নের মুখে আইপিএলের চতুর্দশ সংস্করণ৷ দুই নাইট ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় সোমবার আরসিবি-কেকেআর ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে৷
এদিন কেকেআর-এর পর সিএসকে শিবিরেও করোনা আক্রান্তের খবর আসে৷ আইপিএল-এর তরফে জানানো হয়েছে, চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত তিনজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে৷ দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, সিইও কাশী বিশ্বনাথন এবং টিম বাস ক্লিনার করোনা আক্রান্ত হয়েছেন৷ তবে স্থস্তির খবর, সুপার কিংসের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে৷
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন চেন্নাই সুপার কিংস৷ শনিবারই ধোনিরা ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছে৷ পরের দিন অর্থাৎ রবিবার সিএসকে- দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের করোনা টেস্ট করা হয়৷ তারপরই এই রিপোর্ট সামনে আসে৷ বুধবার এখানেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ধোনিদের৷
গত বছর মরু শহরে আইপিএল শুরুর আগেই করনো থাবা বসিয়েছিল সিএসকে শিবিরে৷ টুর্নামেন্ট শুরুর আগেই দীপক চাহার ও ওপেনিং ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়ায-সহ ৮ সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল৷ কিন্তু এবার চেন্নাই সুপার কিংস শিবিরের কোনও সদস্য করোনা আক্রান্ত হলেন৷ এর ফলে আইপিএলের নিয়মানুসারে পুরো দলকেই আইসোলেশনে রাখা হয়েছে৷ সেই কারণে দু’টি প্র্যাকটিস সেশনও বাতিল করেছে সিএসকে৷
এর আগে এদিন কেকেআর-এর দুই ক্রিকেটার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ের করোনা আক্রান্তের খবর আসে৷ সন্ধ্যা সাড়ে ৭টায় আমদাবাদে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল কিং খানের দলের৷ কিন্তু দুই ক্রিকেটারের কোভিড টেস্ট পজিটিভ আসায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইপিএল গভর্নিং কাউন্সিল৷ শুধু তাই নয়, সাপোর্ট স্টাফ-সহ পুরো কেকেআর দলকেই আইসোলেশনে রাখা হযেছে৷