১১ বছরে পা অবশের পরও হাল ছাড়েননি, প্রথম ভারতীয় মহিলা হিসেবে Paralympics-এ সোনা আভনির

1/12২০১২ সালে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন আভনি। তখন তাঁর বয়স ১১। দুর্ঘটনায় শিরদাঁড়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্যারালাইজড হয়ে যান। তারপর থেকেই আভানিকে উইলচেয়ারে করে চলাফেরা করতে হয়। (ছবি সৌজন্য, টুইটার @ShootingPara)

দ্য ব্রিজে একটি সাক্ষাৎকারে আভনি বলেছিলেন, '২০১২ সালের ফেব্রুয়ারিতে গাড়ি দুর্ঘটনা আমার চলাফেরায় পুরোপুরি ব্যাঘাত ঘটিয়েছিল। আমায় উইলচেয়ারে বসিয়ে দিয়েছিল। আমায় শক্তিহীন করে তুলেছিল।' (ছবি সৌজন্য, টুইটার @Tokyo2020hi)
2/12দ্য ব্রিজে একটি সাক্ষাৎকারে আভনি বলেছিলেন, ‘২০১২ সালের ফেব্রুয়ারিতে গাড়ি দুর্ঘটনা আমার চলাফেরায় পুরোপুরি ব্যাঘাত ঘটিয়েছিল। আমায় উইলচেয়ারে বসিয়ে দিয়েছিল। আমায় শক্তিহীন করে তুলেছিল।’ (ছবি সৌজন্য, টুইটার @Tokyo2020hi)
সেই দুর্ঘটনা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে আভনির উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। দুর্ঘটনার পর স্কুলে ভরতি হতে পারেননি। বাড়িতেই দু'বছর ধরে পড়াশোনা করতেন। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @AvaniLekhara)
3/12সেই দুর্ঘটনা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে আভনির উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। দুর্ঘটনার পর স্কুলে ভরতি হতে পারেননি। বাড়িতেই দু’বছর ধরে পড়াশোনা করতেন। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @AvaniLekhara)
যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও কখনও স্বপ্ন দেখতে ছাড়েননি আভনি। দেশের হয়ে সোনা জয় বা বিচারপতি হওয়ার স্বপ্ন দেখতেন। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
4/12যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও কখনও স্বপ্ন দেখতে ছাড়েননি আভনি। দেশের হয়ে সোনা জয় বা বিচারপতি হওয়ার স্বপ্ন দেখতেন। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
গ্রীষ্মকালীন ছুটির সময় একবার বাবার সঙ্গে শুটিং রেঞ্জে গিয়েছিলেন আভনি। যা তাঁর জীবন পালটে দেয়। খুলে যায় নয়া দিগন্ত। তার আগে তিরন্দাজিও করতেন আভনি। ২০১৫ সালে জিকিউ ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারে আভনি বলেছিলেন, ‘২০১৫ সালে বাবা আমায় শুটিং এবং তিরন্দাজি রেঞ্জে নিয়ে যান। আমি দুটোই চেষ্টা করেছিলাম। প্রথমবার রাইফেল ধরা থেকেই আমি শুটিংয়ের প্রতি বেশি আকর্ষণ বোধ করেছিলাম।’ (ফাইল ছবি, সৌজন্য টুইটার @AvaniLekhara)
5/12গ্রীষ্মকালীন ছুটির সময় একবার বাবার সঙ্গে শুটিং রেঞ্জে গিয়েছিলেন আভনি। যা তাঁর জীবন পালটে দেয়। খুলে যায় নয়া দিগন্ত। তার আগে তিরন্দাজিও করতেন আভনি। ২০১৫ সালে জিকিউ ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারে আভনি বলেছিলেন, ‘২০১৫ সালে বাবা আমায় শুটিং এবং তিরন্দাজি রেঞ্জে নিয়ে যান। আমি দুটোই চেষ্টা করেছিলাম। প্রথমবার রাইফেল ধরা থেকেই আমি শুটিংয়ের প্রতি বেশি আকর্ষণ বোধ করেছিলাম।’ (ফাইল ছবি, সৌজন্য টুইটার @AvaniLekhara)
তবে আভনির জীবন পালটে যায় অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রার আত্মজীবনী ‘এ শট অ্যাট হিস্ট্রি’ পড়ার পর। বিন্দ্রার আত্মজীবনীতে মুগ্ধ হয়ে যান আভনি। তাঁকে বিহ্বল করে তোলে বিন্দ্রার জীবন। (ফাইল ছবি, সৌজন্য গেটি ইমেজস)
6/12তবে আভনির জীবন পালটে যায় অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রার আত্মজীবনী ‘এ শট অ্যাট হিস্ট্রি’ পড়ার পর। বিন্দ্রার আত্মজীবনীতে মুগ্ধ হয়ে যান আভনি। তাঁকে বিহ্বল করে তোলে বিন্দ্রার জীবন। (ফাইল ছবি, সৌজন্য গেটি ইমেজস)
২০১৫ সালে নিজের প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করেন আভনি। জিতেছিলেন ব্রোঞ্জ। আন্তর্জাতিক স্তরেও নিজের পরিচিত গড়ে তুলতে থাকেন। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
7/12২০১৫ সালে নিজের প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করেন আভনি। জিতেছিলেন ব্রোঞ্জ। আন্তর্জাতিক স্তরেও নিজের পরিচিত গড়ে তুলতে থাকেন। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
২০১৭ সালে আইপিসি প্যারা শুটিং বিশ্বকাপে রুপো জিতেছিলেন আভনি। ২০১৯ সালেও রুপো জিতেছিলেন। মাত্র ০.৩ পয়েন্টের জন্য সোনা আসেনি। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
8/12২০১৭ সালে আইপিসি প্যারা শুটিং বিশ্বকাপে রুপো জিতেছিলেন আভনি। ২০১৯ সালেও রুপো জিতেছিলেন। মাত্র ০.৩ পয়েন্টের জন্য সোনা আসেনি। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
সোমবার টোকিও প্যারালিম্পিক্সের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ ইভেন্টে সোনা জিতেছেন ১৯ বছরের আভনি। গড়েছেন বিশ্বরেকর্ড। (ছবি সৌজন্য, টুইটার @Tokyo2020hi)
9/12সোমবার টোকিও প্যারালিম্পিক্সের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ ইভেন্টে সোনা জিতেছেন ১৯ বছরের আভনি। গড়েছেন বিশ্বরেকর্ড। (ছবি সৌজন্য, টুইটার @Tokyo2020hi)
প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি। (ছবি সৌজন্য, টুইটার @Tokyo2020)
10/12প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি। (ছবি সৌজন্য, টুইটার @Tokyo2020)
সেই ঐতিহাসিক সোনা জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন আভনী।
11/12সেই ঐতিহাসিক সোনা জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন আভনী।
একটি স্বপ্ন পূরণের পাশাপাশি অন্য স্বপ্ন পূরণের দিকেও এগিয়ে যাচ্ছেন আভনি। আপাতত তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয় বি.এ এলএলবি করছেন। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
12/12একটি স্বপ্ন পূরণের পাশাপাশি অন্য স্বপ্ন পূরণের দিকেও এগিয়ে যাচ্ছেন আভনি। আপাতত তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয় বি.এ এলএলবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.