AFC Cup: কৃষ্ণের বাঁশির সুরেই মাতলেন শুভাশিসও, ২-০ সুনীলদের উড়িয়ে দিল ATK MB


আইএসএলের আঙিনা ছাড়িয়ে এবার এএফসি কাপের মঞ্চে মুখোমুখি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রয় কৃষ্ণের এটিকে-মোহনবাগান এবং সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। হাবাসের দল এ দিন সুনীলদের রীতিমতো নাকানিচোবানি খাইয়েছে।18 Aug 2021, 06:39:15 PM IST

জিতল মোহনবাগান

এএফসি কাপের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান। সুনীল ছেত্রীদের কার্যত ২-০ গোলে উড়িয়ে দিলেন রয় কৃষ্ণরা। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল এটিকে মোহনবাগান। সেই ঝড় প্রতিহ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। বিরতির আগেই শুভাশিস বসুর পাস ধরে অসাধারণ গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে একেবারে শুরুতেই শুভাশিস নিজে ২-০ করেন। এ দিন দু’টি গোলের পিছনেই বড় অবদান রয়েছে শুভাশিসের। সবুজ-মেরুন দু’গোলে এগিয়ে যাওয়ার পর বেঙ্গালুরু এতটাই রক্ষণাত্মক হয়ে পড়ে, আর তারা গোলশোধ করতে পারেনি। উল্টোদিকে এটিকে মোহনবাগানও ব্যবধান বাড়াতে পারেনি। তবে এএফসি কাপের শুরুতেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়টা নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে হাবাস ব্রিগেডকে।18 Aug 2021, 06:25:53 PM IST

হলুদ কার্ড

ইনজুরি টাইমে (৯০+৪) হলুদ কার্ড দেখলেন বেঙ্গালুরুর সুরেশ সিং।18 Aug 2021, 06:22:08 PM IST

ইনজুরি টাইম চলছে

নির্ধারিত সময়ের খেলা শেষ। ইনজুরি টাইমে ২-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।18 Aug 2021, 06:15:06 PM IST

৮৫ মিনিট: ২-০ এগিয়ে মোহনবাগান

৮৫ মিনিট হয়ে গিয়েছে বেঙ্গালুরু এফসি কোনও গোলশোধ করতে পারেনি।18 Aug 2021, 06:12:22 PM IST

এটিকে মোহনবাগানের প্লেয়ার পরিবর্তন

৭৯ মিনিট- উইলিয়ামসকে তুলে লিস্টন কোলাসোকে নামালেন হাবাস।18 Aug 2021, 06:11:24 PM IST

হলুদ কার্ড

৭৭ মিনিটে এটিকে মোহনবাগানের সুমিত রাঠি হলুদ কার্ড দেখেন।18 Aug 2021, 06:09:45 PM IST

এটিকে মোহনবাগানের প্লেয়ার পরিবর্তন

৭২ মিনিট- বৌমাসকে তুলে বিদ্যানন্দকে নামালেন হাবাস।18 Aug 2021, 05:59:31 PM IST

বেঙ্গালুরুর পরিবর্তন

৬৮ মিনিট: সুনীল ছেত্রীর বদলে নামলেন লিওন অগাস্টিন

৬৯ মিনিট: রোশন সিং-এর বদলে নামলেন পরাগ শ্রীবাস।18 Aug 2021, 05:45:24 PM IST

৫৫ মিনিট: ২-০ এগিয়ে মোহনবাগান

সবুজ-মেরুনের আক্রমণে একেবারে কোণঠাঁসা বেঙ্গালুরুর দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল হজম করে আরও চাপ বেড়েছে সুনীল ছেত্রীদের।18 Aug 2021, 05:44:00 PM IST

২-০ এগিয়ে গেল মোহনবাগান

দ্বিতীয়ার্ধের শুরুতেও এটিকে মোহনবাগানের আক্রমণের ঝড় এতটুকু কমেনি। উইলিয়ামসের পাস থেকে ২-০ এটিকে মোহনবাগানকে এগিয়ে দিল শুভাশিস বসু।18 Aug 2021, 05:41:56 PM IST

বেঙ্গালুরুর পরিবর্তন

বিরতির পরেই প্রথম পরিবর্তন বেঙ্গালুরুর। ৪৬ মিনিটে অজয় ছেত্রীর বদলে দানিশ ফারুক ভাটকে নামানো হল।18 Aug 2021, 05:25:44 PM IST

বিরতি

প্রথমার্ধে এটিকে মোহনবাগানের বারবার আক্রমণে বেঙ্গালুরু এফসি-র রক্ষণ একেবারে কেঁপে গিয়েছিল। এবং তাঁর ফল বিরতির আগেই পায় সবুজ-মেরুন ব্রিগেড। বেঙ্গালুরুর পুরনো ঝাঁজটা যেন কোথায় উধাও হয়ে গিয়েছে! ম্যাচের শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে নিয়েছিলেন রয় কৃষ্ণরা। আর ফিজির তারকা স্ট্রাইকারের গোলেই বিরতিতে ১-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।18 Aug 2021, 05:17:51 PM IST

৩০ মিনিট: ১-০ এগিয়ে মোহনবাগান

প্রথমার্ধের নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ইনজুরি টাইমের খেলা চলছে ।18 Aug 2021, 05:14:23 PM IST

১-০ এগিয়ে গেল মোহনবাগান

মরশুমের শুরুতেই দুরন্ত ছন্দে কৃষ্ণ। ৩৯ মিনিটে শুভাশিসের পাস থেকে ১-০ এগিয়ে দেন কৃষ্ণ। বিরতির আগেই সুনীল ছেত্রীর টিমকে চাপে ফেলে দিল এটিকে মোহনবাগান।18 Aug 2021, 05:07:52 PM IST

৩০ মিনিট: গোলশূন্য

দুই দলের খেলা এখনও পর্যন্ত গোলশূন্য। কোনও পক্ষই গোলের মুখ খুলতে পারেনি। তবে মোহনবাগানের বারবার আক্রমণের জেরে বেঙ্গালুরুর ডিফেন্সে ইতিমধ্যে কাঁপুনি ধরে গিয়েছে।18 Aug 2021, 05:07:52 PM IST

হলুদ কার্ড

১০ মিনিটে ক্লেইটন সিলভা হলুদ কার্ড দেখেছেন।18 Aug 2021, 05:03:51 PM IST

বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ

গুরপ্রীত, রোশন, কিং, অ্যালান, সার্থক, অজয়, জয়েস, সুরেশ, ছেত্রী, উদান্তা, ক্লেইটন সিলভা।18 Aug 2021, 05:03:51 PM IST

এটিকে-মোহনবাগানের প্রথম একাদশ

অমরিন্দর, প্রীতম, ম্যাকহিউ, সুমিত, মনবীর, লেনি, টাংরি, শুভাশিস, বৌমাস কৃষ্ণ, উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.