AFC Cup 2021: অগস্টে এএফসি কাপে অংশ নিতে মলদ্বীপ উড়ে যাবে বেঙ্গালুরু এফসি ও এটিকে-মোহনবাগান

আগামী অগস্টে এএফসি কাপের প্লে-অফ ও গ্রুপ-ডি’র ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মলদ্বীপে। এশিয়ান ফুটবল সস্থার তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। সুতরাং এএফসি কাপের ম্যাচ খেলতে অগস্টেই মলদ্বীপ রওনা হবে সবুজ-মেরুন শিবির। সঙ্গী হবেন সুনীল ছেত্রীরাও।

এএফসির তরফে বিজ্ঞপ্তিতে জানানে হয়, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশন আজ নিশ্চিত করছে যে, এএফসি কাপ ২০২১-এর প্লে-অফ ও গ্রুপ ডি’র ম্যাচগুলি মলদ্বীপে অনুষ্ঠিত হবে।’

২০১৬ এএফসি কাপের রানার্স-আপ বেঙ্গালুরু এফসি প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের। ম্যাচটি খেলা হবে ১৫ অগস্ট। বিজয়ী দল ডি-গ্রুপে যোগ দেবে ভারতের এটিকে-মোহনবাগান, মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ও বাংলাদেশের ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংসের সঙ্গে।

গ্রুপ-ডি’র ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ অগস্ট তারিখে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সিঙ্গল লেগের ইন্টার জোনাল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মলদ্বীপেই এএফসি কাপের গ্রুপ-ডি’র ম্যাচগুলি আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ আচমকাই বেড়ে যাওয়ায় ম্যাচগুলি স্থগিত রাখা হয়। মাস তিনেক পিছিয়ে অগস্টে গ্রুপ-ডি’র ম্যাচগুলি আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.