৩৭ বলে খেলা শেষ, ২৬৩ বল বাকি থাকতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন রোহিতেরা, ফাইনালে ভারতের ৫ কীর্তি

১০০ ওভারের খেলা শেষ হয়ে গেল ২১.৩ ওভারে। ২৬৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টম বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে একাধিক নজির তৈরি করলেন রোহিত শর্মারা।

১) ২৬৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত। অর্থাৎ, মাত্র ৩৭ বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছেছেন রোহিতেরা। এক দিনের ক্রিকেটে এত বল বাকি থাকতে এর আগে জেতেনি ভারত। এই হিসাবে ভারত রবিবার পেল বৃহত্তম জয়। এর আগে ২০০১ সালে কেনিয়াকে ২৩১ বল বাকি থাকতে হারিয়েছিল ভারত। সেটাই ছিল সেরা। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার দখলে ২০০১ সালে জ়িম্বাবোয়েকে ২৭৪ বল বাকি থাকতে হারিয়েছিল তারা।

২) এক দিনের ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে এত বল বাকি থাকতে আগে কোনও দেশ জেতেনি। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০০৩ সালে ইংল্যান্ডকে তারা হারিয়েছিল ২২৬ বল বাকি থাকতে। ২৬৩ বল বাকি থাকতে জিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিতেরা।

৩) এক দিনের ক্রিকেট ৬০০ বলের খেলা। রবিবার খেলা হল মোট ১২৯ বল। সব থেকে কম বল খেলা এক দিনের ম্যাচের তালিকায় ভারত-শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনাল থাকবে তৃতীয় স্থানে। ২০২০ সালে নেপাল এবং আমেরিকার ম্যাচে খেলা হয়েছিল ১০৪ বল। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০১ সালে শ্রীলঙ্কা-জ়িম্বাবোয়ে ম্যাচ। সেই ম্যাচে দু’টি ইনিংস মিলিয়ে হয়েছিল ১২০ বল। রবিবারের ম্যাচ টপকে গেল শ্রীলঙ্কা-কানাডা ম্যাচকে। ২০০৩ সালের সেই ম্যাচে খেলা হয়েছিল মোট ১৪০টি বল।

৪) আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সব থেকে কম ওভারে ইনিংস শেষ হওয়ার ক্ষেত্রেও শ্রীলঙ্কার রবিবারের ইনিংস থাকছে দ্বিতীয় স্থানে। এ দিন শনাকারা অল আউট হয়েছেন ১৫.২ ওভারে। সব থেকে কম ওভারে ইনিংস শেষ হওয়ার লজ্জার রেকর্ড রয়েছে জ়িম্বাবোয়ের দখলে। ২০১৭ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩.৫ ওভারে শেষ হয়েছিল তাদের ইনিংস।

৫) এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কার সব থেকে কম ওভারের ইনিংস হল রবিবার। এর আগে ২০০২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬.৫ ওভারে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.