প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। বিসিসিআই-এর তরফে নিয়মিত ভারতীয় দলের প্রস্তুতির ছবি এবং ভিডিয়ো শেয়ার করা হচ্ছে। সোমবার একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় প্লেয়ারদের উজ্জীবিত করতে কিছু পেপটক দিচ্ছেন।
বিসিসিআই টিভি-তে দুই মিনিটের একটি ক্লিপে দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছে, ‘প্রথম টেস্ট ম্যাচের জন্য নিজেদের সঠিক ভাবে প্রস্তুত করতে এবং সঠিক লক্ষ্যে পৌঁছতে হলে পরের তিনটি দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।’ তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ‘কোয়ালিটি প্র্যাকটিস এবং ভালো ইনটেনসিটি।’ট্রেন্ডিং স্টোরিজ
বিরাট কোহলিদের দেখা গিয়েছে, রীতিমতো কঠোর পরিশ্রম করতে। প্রতিটি প্লেয়ারই খুবই সিরিয়াস। যুদ্ধে জিততে যে মরিয়া হয়ে রয়েছে মেন ইন ব্লু, তা তাদের বডি ল্যাঙ্গোয়েজেই পরিষ্কার।
দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আবার বলেছেন, ‘সেন্টার উইকেটে প্র্যাকটিস সেশন ছিল। এবং আমাদের সৌভাগ্য যে, এটা ফ্রেস উইকেট ছিল এবং মেঘলা আবহাওয়া ছিল। ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তবে যে ভাবে ওরা প্র্যাকটিস করেছে, আমি তাতে খুব খুশি।’
শ্রেয়স আইয়ার, আবার পিচের কন্ডিশনের বর্ণণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দুরন্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে ঢোকার অন্যতম দাবীদার শ্রেয়স আইয়ার। তিনি যোগ করেছেন, ‘পিচে ঘাস রয়েছে। এবং বল বাউন্স করছে।’
ভারত কখনও দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজে জয় পায়নি। তবে এ বার তারা পরিসংখ্যান বদলাতে মরিয়া। দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে প্রথম টেস্ট হবে সিরিজ ২৬-৩০ ডিসেম্বর। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। ৩-৭ জানুয়ারি জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হবে দ্বিতীয় টেস্ট এবং কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট হবে ১১-১৫ জানুয়ারিরী