দেশজুড়ে আতঙ্ক তৈরি করেছে মারণ করোনা ভাইরাস। চিনের থেকেও ইউরোপের দেশগুলিতে করোনায় বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই দেশে ৮৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তে হয়ে দু’জনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতির বিচার করে শনিবার সন্ধেয় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আতঙ্ক বাড়াচ্ছে মারণ করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে মারণ এই ভাইরাস। পরিস্থিতির মোকাবিলায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার সন্ধেয় ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। কীভাবে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।
এরই পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের কর্তাদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। করোনার সংক্রমণ রুখতে যাতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে কোনও ঔদাসীন্য না থাকে সেব্যাপারেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে আবারও কথা বলে নিতে চান প্রধানমন্ত্রী। একইসঙ্গে করোনা সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদেরও পরামর্শ নিতে চান নরেন্দ্র মোদী। মারণ এই ভাইরাসের কীভাবে মোকাবিলা সম্ভব, কথা বলে তা জেনে নিতে চান বিশেষজ্ঞদের সঙ্গে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, কীভাবে মারণ করোনার সংক্রমণ এড়ানো যাবে সেই সম্পর্কে সাধারণ মানুষের সবরকম জ্ঞান থাকা প্রয়োজন। এই পরিস্থিতিতে সবসময়ই ভিড় এড়িয়ে চলা উচিত বলেই মনে করছেন প্রধানমন্ত্রী। ভারতেও রীতিমতো আতঙ্ক তৈরি করেছে করোনা ভাইরাস।
ইতিমধ্যেই দেশে ৮২ জনের শরীরে মারণ এই ভাইরাসের হদিশ মিলেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত বেড়ে দুই। দিল্লির জনকপুরীর বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বৃদ্ধার ছেলে কিছুদিন আগেই সুইৎজারল্যান্ড থেকে এসেছিলেন।
ওই ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁর শরীর থেকেই সংক্রমিত হয়েছে বৃদ্ধার শরীরে। এমনই মনে করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবারও কর্ণাটকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কর্ণাটকের যে ব্যাক্তির মৃত্যু হয়েছে তিনি কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছিলেন।