প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ নিতে প্রাথমিক আপত্তি জানাল পুলিশ। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলীনার বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্যের দায়ে শ্যামপুকুর থানায় এই ডায়েরি করতে যান বিজেপি যুব মোর্চার জাতীয় সম্পাদক সৌরভ শিকদার এবং আইনি পরামর্শদাতা ব্রজেশ ঝা।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাদ্যায়ের কন্যা দেবলীনা মুখোপাধ্যায় (Debina Mukherjee)শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে লেখেন, “আমার মা বললেন মোমবাতি জ্বালিয়ে মোদীর দাড়িগুলি পুড়িয়ে দিলে কেমন হয়?“ রঙিণ পটে বড় হরফে এই লেখার পর চারটি স্মাইলি। এরপর বিভিন্ন মহলের প্রতিবাদ সত্বেও সেই পোস্ট শনিবার বিকেল পর্যন্ত তিনি প্রত্যাহার করেননি।
সৌরভবাবু‘ হিন্দুস্থান সমাচারকে’ বলেন, “আমরা ঘোষণা করে থানায় গিয়েছিলাম লিখিত অভিযোগ জানাতে। ওসি ডায়েরি নিতে অস্বীকার করেন। বলেন, ওপরমহলের সঙ্গে কথা বলতে হবে। আমরি ওনাকে বললাম, প্রয়োজনে কথা বলুন। কারণ, সামাজিক মাধ্যমে এই পোস্ট অনেকের মনে আঘাত দিয়েছে। ওসি আমাদের বলেন লালবাজারের সাইবার ক্রাইম শাখায় ডায়েরি করুন। একবার বলেন, সন্ধ্যা অবধি অপেক্ষা করুন আমরা যে ভাবেই হোক লিখিত অভিযোগ করব।