উত্তর-পূর্ব দিল্লিতে উদ্ভূত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দিল্লিবাসীর কাছে শান্ত থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী| বুধবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দিল্লির সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে| শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পুলিশ এবং অন্যান্য এজেন্সিগুলি|’ প্রধানমন্ত্রী টুইট করে আরও লিখেছেন, ‘আমাদের আদর্শের মূলেই রয়েছে শান্তি ও সম্প্রীতি| দিল্লির প্রতিটি ভাই-বোনের কাছে আমার অনুরোধ সর্বদা শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখুন| দ্রুততার সঙ্গে শান্তি ফিরে আসুক এটাই কামনা করছি|’হিংসা কবলিত দিল্লিতে মৃত্যু-মিছিল থামছেই না| মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩, বুধবার দুপুরে মৃতের সংখ্যা ২২-এ পৌঁছেছে| ২১ জনের মৃত্যু হয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতালে, একজনের মৃত্যু হয়েছে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে| সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লিতে পাঁচজন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে| দিল্লিতে হিংসা থামানোর দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে|
2020-02-26