রোহিঙ্গা মুসলিমরা ভারতে অনুপ্রবেশের জন্য ত্রিপুরার-বাংলাদেশ সীমান্তকে বেছে নিয়েছে। কয়েকদিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে জেরা করে এমন তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। আর এই তথ্য চিন্তায় ফেলেছে তাদের। কারণ ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্বেও কিভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, তা-ই ভাবাচ্ছে গোয়েন্দাদের।
নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের জেরা করে জানা গিয়েছে যে, তাঁরা কক্সবাজারের শিবির থেকে পালিয়ে প্রথম কুমিল্লা আসে। সেখান থেকে গাড়ি করে সোনামুড়া সীমান্তে আসেন। তারপরই ভারতে ঢুকে পড়ে তাঁরা। কিন্তু ট্রেনে করে দিল্লী যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ে যায় তাঁরা। গোয়েন্দাদের অনুমান, যেভাবে পরিচয় গোপন করে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ১৪ জনের দলটিকে ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়েছিল, তাতে এটা পরিষ্কার যে এর পিছনে দালাল চক্র কাজ করছে। আর তাদের ধরাই এখন নতুন চ্যালেঞ্জ।