সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম শীতলিয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মেডিকেল ক্যাম্প

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সেবামুলক শাখা সমাজ সেবা ভারতীর ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের সাথে আরেক টি স্বনামধন্য সমাজসেবা মুলক প্রতিষ্ঠান খুলনা সেবা সমতি র যৌথ উদ্যোগে গতকাল, ১৯/০৭/২০২০ তারিখ, রবিবার সারাদিন ব্যাপি অনুষ্ঠিত হল বিরাট একটি মেডিকেল ক্যাম্প। সুন্দরবনের কোল ঘেষা উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ২ ডেভলপমেন্ট ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলিয়া গ্রামের গোলাবাড়ি অঞ্চলে এই মেডিকেল ক্যাম্পটিতে সারাদিন ব্যাপি বহু শিশু সহ প্রায় ১৫০ জন রোগীকে চিকিৎসা পরিষেবা, তৎসহ বিনামুল্যে প্রয়োজনীয় ঔষূধ এবং ভয়াল অতিমারী করোনার কবল থেকে বাঁচার জন্য প্রত্যেকটি পরিবারের হাতে সদস্য সংখ্যা অনুযায়ী মাস্ক তুলে দেওয়া হয়।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিবিধ ক্ষেত্রের শাখা সমুহ করোনা পরিস্থিতি এবং আম্ফান ঝড়ের ভয়াবহ আঘাতের সাথে সাথেই প্রত্যন্ত অঞ্চল সমুহে সেবাকার্যে ঝাপিয়ে পড়ে। বিভিন্ন সময়ে প্যাকেটজাত খাদ্য দ্রব্য,রান্না করা খাবার গ্রামবাসীদের মধ্যে বিতরন, মা বোনেদের জন্য স্যানিটারি সামগ্রী, সব হারানো স্কুল বাচ্চাদের জন্য খাতা,পেন,পেন্সিল ইরেজার,ব্যাপকাকারে চিকিৎসা পরিষেবা সহ ঔষুধ প্রদান ও মাস্ক বিতরন সহ নানা রকমের সেবাকার্যে নিরন্তর নিয়োজিত ছিল এবং এখনো সেই কার্যক্রম বহুলাংশে চলমান। ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন(NMO) এখনো অব্দি শুধুমাত্র উত্তর ২৪ পরগনার বিভিন্ন আম্ফান কবলিত এলাকাতেই অনেক গুলো মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, সমাজ-সেবা ভারতীর ব্যাবস্থাপনায় যার মধ্যে একটি ছিল মেগা মেডিকেল ক্যাম্প, যেদিন ১০ টা অঞ্চলে প্রায় ১৬০০ রোগীকে চিকিৎসা পরিষেবা সহ ওষধ এবং মাস্ক দেওয়া হয়েছিল। এই সংগঠনের পশ্চিমবঙ্গের দায়ীত্ব প্রাপ্ত অফিস সম্পাদক,মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শৌর্য ব্যানার্জী জানালেন তারা নিরন্তর এই ধরনের চিকিৎসা পরিষেবা গ্রামের প্রান্তিক মানুষ গুলোর কাছে পৌছে দিচ্ছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যেতে বদ্ধ পরিকর।

 এদিনের সেবাকার্যের একটি উল্লেখযোগ্য বিষয় হল খুলনা সেবা সমিতির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শাখা সমাজ- সেবা ভারতীর সাথে হাত মিলিয়ে চিকিৎসা কার্য চালানো।খুলনা সেবা সমিতির সভাপতি, হলদিয়া ফার্টিলাইজার কোম্পানীর প্রাক্তন চিকিৎসক, প্রখ্যাত চাইল্ড-স্পেশালিষ্ট অশীতিপর বৃদ্ধ কিন্তু সতেজ  যুবক, ৭৯ বছর বয়সী ডক্টর সত্যপ্রসাদ বিশ্বাস জানালেন, তিনি আজকের এই সেবাকার্যে খুবই মানসিক তৃপ্তি পেয়েছেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভাগ প্রচারক মাননীয় মানিক চন্দ্র পাল মহাশয়কে তিনি কথা দিয়েছেন  ভবিষ্যতে তিনি যৌথ ভাবে আরো এরকম  সেবাকার্য  করতে আগ্রহী।এই খুলনা সেবা সমিতির আরেক জন উল্লেখযোগ্য সদস্য শিক্ষক পার্থ প্রতিম মল্লিক সারাদিনের ঔষধ বিতরন সহ অন্যান্য কার্যে ব্যাস্ত থাকার ফাকে জানালেন এভাবেই তারা দরিদ্র পিড়ীত গ্রামীন মানুষের পাশে দাঁড়িয়ে আজীবন  নর রুপী  নারায়নের সেবাকার্য করে যেতে চান।আরো যেটা জানা যায় তা হল পার্থ প্রতিম বাবু রাস্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের প্রাথমিক বিদ্যালয় ইউনিটের রাজ্যের কোষাধ্যক্ষ। 

আজকের এই মেডিকেল ক্যাম্পের পরে এলাকার দুস্থ প্রান্তিক মানুষেরা অতীব খুশী হয়েছেন কারন আম্ফান ঝড়ে বিধ্বস্ত হওয়ার পরে তাদের অনেকের ই আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় নানা রকমের রোগসংক্রমনে জর্জরিত এলাকাবাসীদের কাছে ডাক্তার বাবুরা তাই ভগবান স্বরুপ আবির্ভূত হয়েছেন বলেই তারা মনে করেন।

প্রতিবেদন : সজল মন্ডল (Sajal Mandal)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.