ভস্মীভূত ধ্বজা।
পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন দুর্ঘটনা।
বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ আগুন লেগে যায় পুরীর জগন্নাথ মন্দিরের চুড়ায় উড্ডীন ধ্বজা বা পতাকা। এই পতাকার নাম পতিতপাবন। নীল চক্রের ওপরে অবস্থিত এই ধ্বজায় আগুন লেগে যাওয়ার মধ্যে মহা বিপদের ইঙ্গিত পাচ্ছেন বিশ্বাসীরা।
প্রাথমিক অনুমান প্রদীপ থেকে এই আগুন লেগেছে। ধ্বজাটি যে ধাতব চক্রে বাঁধা ছিল, সেটি পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতি একাদশীতে বিশালাকৃতি চক্রের সামনে প্রদীপ দেওয়া হয়। এই বিরাট চক্র অষ্টধাতু দ্বারা নির্মিত, যা আগুনে ভস্মীভূত হয়েছে।
এমনিতে বৃহস্পতিবার থেকেই পুরীর মন্দির সাধারণের জন্য বন্ধ করা হয়েছে। করোনাভাইরাস রুখতে সারা পৃথিবীর প্রায় সব ধর্মস্থানের মতই ওডিশা সরকার ও পুরী মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। করোনা আতঙ্কের মধ্যেই জগন্নাথ মন্দিরের এমন দুর্ঘটনা দুশ্চিন্তা ও ভীতির সঞ্চার করেছে বিশ্বাসীদের মনে। মন্দিরের একজন সেবাইত জানিয়েছেন, “প্রথমবার এমন ঘটনা ঘটল। এর আগে কয়েকবার ধ্বজা খসে পড়েছে এবং তখনই আমাদের দেশে বা রাজ্যে খারাপ কিছু হয়েছে।”