মহিলা দিবসে সাতজন মহিলার হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

আন্তর্জাতিক মহিলা দিবসে (International Women’s Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মহিলাদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি নারী শক্তির ভাবনা আর উপলব্ধিকে সন্মান করি। উনি লেখেন, আমি কয়েকদিন আগেই বলেছিলাম, আর সেটাই করছি এখন। আজ গোটা দিনে সময়ে সময়ে সাতজন মহিলা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাবেন আর নিজের জীবনের সাথে যুক্ত স্মরণীয় মুহূর্ত শেয়ার করবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক মহিলা দিবসকে স্মরণীয় বানানোর জন্য প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে লেখেন, এই মহিলা দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি এমন কিছু মহিলাদের হাতে তুলে দেব, যাঁদের জীবন আর কাজ আমাদের প্রেরণা দেয়। এই কাজের ফলে তাঁরাও উৎসাহিত হবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার ট্যুইট করে বলেছিলেন যে, উনি সোশ্যাল মিডিয়া ছাড়ার চিন্তা ভাবনা করছেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘এই রবিবার আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব ছাড়ার চিন্তা ভাবনা করছি। আপনাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।”

ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেজে ৪৪,৭২৩,৭৩৪ লাইক আছে। আর ওনাকে ফলো করা মানুষের সংখ্যা ৪৪,৫৯৮,৮০৪ জন। ট্যুইটারে প্রধানমন্ত্রী মোদীকে ৫৩.৩ মিলিয়ন মানুষ ফলো করেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ২ হাজার ৩৭৩ জন মানুষকে ট্যুইটারে ফলো করেন। ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৫.২ মিলিয়ন ফলোয়ার্স আছে। আরেকদিকে ইউটিউবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪.৫১ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.