নয়া নিয়ম, পরপর দুবার টাকা তোলা যাবে না এটিএম থেকে

এটিএম প্রতারণা রুখতে নয়া পরিকল্পনা সরকারের৷ জানানো হয়েছে এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু বাধা নিষধ চাপানো হতে পারে৷ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটিএম থেকে একই বারে পরপর দুবার টাকা তোলা যাবে না৷ দিল্লির স্টেট লেভেল ব্যাংকারস কমিটি বা এসএলবিসি-র পক্ষ থেকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে৷

জানানো হয়েছে দুটি ট্রানজাকসানের মধ্যে অন্তত ৬ থেকে ১২ ঘণ্টার ফারাক রাখতে হবে৷ এতে সহজে এটিএম প্রতারকরা সদ্য ব্যবহার করে যাওয়া গ্রাহকের পিন চুরি করে টাকা তুলতে পারবে না৷ প্রতারণার সংখ্যা কমবে৷ মূলত গ্রাহকের অর্থ সুরক্ষিত রাখতেই এই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ উঠছে৷ তবে গোটা বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরেই রয়েছে৷

ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের এমজি ও সিইও মুকেশ কুমার জৈন জানান, এই ধরণের প্রতারণা মূলত বেশি সংগঠিত হয় রাতে৷ তাই মধ্য রাত থেকে ভোরবেলা পর্যন্ত এটিএম ট্রান্সজাকসানের ওপর কিছু নিয়ন্ত্রণ আনা হচ্ছে৷ গত সপ্তাহে এই বিষয়ে আলোচনায় বসে এসএলবিসি৷ ১৮ জন প্রতিনিধির প্রত্যেকেই এই প্রস্তাবে সহমত হয়েছেন বলে জানা গিয়েছে৷

ন্যাশনাল ডেইলিতে প্রকাশিত এক রিপোর্ট জানাচ্ছে, এই প্রস্তাব যদি পাশ হয়ে যায়, তবে মাঝ রাত থেকে ভোরবেলা পর্যন্ত এটিএম লেনদেনের ওপর বেশ কিছু বিধিনিষেধ আসতে চলেছে৷ ২০১৮-১৯ সালে এটিএম প্রতারণার প্রায় ১৭৯টি ঘটনা ঘটেছে শুধু দিল্লি জুড়ে৷ মহারাষ্ট্রে হয়েছে এরকম ২৩৩টি ঘটনা৷ কার্ড ক্লোন করে এটিএম প্রতারণার ঘটনা ঘটেছে ৯৮০টি৷ গত বছর যা ছিল ৯১১টি৷

এছাড়াও আরও কিছু নিয়ম লাগু হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ যেমন প্রতিটি ট্রানজাকসানের ক্ষেত্রে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডের ব্যবস্থা চালু করা৷ যাতে পরবর্তীতে কার্ড ক্লোন করে টাকা তোলার চেষ্টা হলেও পাসওয়ার্ড যায় আসল গ্রাহকের কাছে,তখনই তিনি সতর্ক হয়ে যেতে পারবেন যে তাঁর অজান্তেই টাকা তোলার চেষ্টা হচ্ছে৷

ক্রেডিট কার্ডেও একই ব্যবস্থা চালু করার ভাবনা চিন্তা করা হচ্ছে৷ এছাড়াও কিছু নির্দিষ্ট ব্যাংকে সেন্ট্রালাইজড মনিটরিং সিস্টেম চালু করার কথা বলা হয়েছে৷ ইতিমধ্যেই এসবিআই, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, পিএনবি, আইডিবিআই ও কানাড়া ব্যাংকে এই প্রক্রিয়া চালু করার চেষ্টা চলছে৷

জোর দেওয়া হয়েছে প্রতিটি এটিএমে সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা করার৷ যাতে নিরাপত্তা রক্ষী না থাকলেও গ্রাহকের নিরাপত্তা বজায় থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.