বাংলায় সরস্বতী পূজো করতে মসজিদের অনুমতি নিতে হয়, সংসদে এমনটাই অভিযোগ করলেন হুগলি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ লকেট চট্টেপাধ্যায়। সংসদে বক্তৃতা দিতে গিয়ে মঙ্গলবার লকেট এই বিস্ফোরক মন্তব্য করেন। তার মতে পশ্চিমবঙ্গে আইনের শাসন বর্তমানে একদমই নেই। চলছে ভীষণ অরাজকতা ।
তিনি একথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সংখ্যলঘু্ তোষণের অভিযোগ তোলেন। সরকার উদ্দেশ্যপ্রনোদিতভাবে একটি বিশেষ গোষ্ঠীর মন রক্ষা করতে গিয়ে সংখ্যাগুরুর মৌলিক অধিকার রক্ষা করতে ব্যার্থ বলে তিনি উল্লেখ করেন ।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের সব প্রান্তেই বেশ কয়েকটি স্কুলে সরস্বতী পূজােকে ঘিরে দেখা গেছিলো সাম্প্রদায়িক বিবাদ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে পুজো করার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগীতা। সে জন্যই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন লকেট, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ।