সংসদের উভয়কক্ষে বেশ কিছুদিন আগেই পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধন বিল। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ১০ ই জানুয়ারি তা আইনে পরিণতও হয়েছে । তা নিয়ে বিতর্ক দেশ জুড়ে এখনও বর্তমান। সিএএর বিরুদ্ধে এখনও অবধি চার চারটি রাজ্যের বিধানসভায় পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। তার মধ্যে একটি হল কেরালা। প্রথম থেকেই কেরল সরকার এই বিলের বিরুদ্ধে নীতিগতভাবে বিরোধী অবস্থান নিয়েছে ।
তার মাঝেই নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন শুরু হল বাম শাসিত এই দক্ষিনী রাজ্যে। সুত্রের খবর, সম্প্রতি উত্তর কেরালার কান্নুর জেলাতে জমা পড়েছে নাগরিকত্বের জন্য আবেদন। আর সেই আবেদনেই দেখা যাচ্ছে নতুন আইন মোতাবেক একটি প্রশ্ন। সেই প্রশ্নে আবেদনকারীকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি ২০১৪য়ের ৩১য়ে ডিসেম্বরের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে আসা সে দেশের ধর্মীয় সংখ্যালঘু কিনা। এখানেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক ।
শুরু থেকে এই আইনের বিরোধিতা করে আসা কেরল কি তবে গোপনে নতুন আইন প্রণয়ন করতে চায় ? উঠছে প্রশ্ন। কান্নুর আবার সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জেলা বলেও পরিচিত। পূর্বে বারবার এই জেলায় বাম সমর্থিত দুষ্কৃতিদের বিরুদ্ধে উঠেছে সাধারন আরএসএস কর্মীদের খুনের অভিযোগ। এবার সেই জেলাতেই কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা প্রণীত আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন শুরু হওয়াতে বিতর্কে কেরল সরকার ।