জামিয়া ভিডিও থেকে দায় এড়ালেন কর্তৃপক্ষ, বিজেপিকে কালিমালিপ্ত করতেই আংশিক ভিডিও প্রকাশ

রবিবার তোলপাড় যে ভিডিও ভাইরাল হওয়ার পর সেখান থেকে নিজেদের সরিয়ে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | জামিয়া কো-অর্ডিনেশন কমিটি নামে একটি হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয় | যেখানে দেখা যায়, পুলিশের বেশ কিছু লোক মাথায় হেলমেট পড়ে লাইব্রেরির মধ্যে পাঠরত কিছু পড়ুয়াকে মারধর করছে ব্যাপক | এই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে একে হাতিয়ার করে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নেমে পড়ে কংগ্রেস | প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা বলেন, দিল্লি পুলিশ অযথা নির্যাতন করছে | কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য এর থেকেই ভালোই বোঝা যাচ্ছে |

যে ভিডিওটি নিয়ে তোলপাড় দেশ , সেটি ১৫ই ডিসেম্বরের | এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে লাইব্রেরির মধ্যে তেমন কোন ঘটনা ঘটেনি | প্রিয়াঙ্কা সেই মন্তব্যকে উদ্ধৃত করে অমিত শাহকেও বেঁধেন | কিন্তু এই ভিডিও প্রকাশ থেকে নিজেদেরকে সরিয়ে নিল জামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ |

তারা সোশ্যাল মিডিয়াতেই নিজেদের হ্যান্ডেলে বলে,এই ভিডিও তারা পোস্ট করেননি | যে কমিটি পোস্ট করে তা হল পড়ুয়া ও প্রাক্তনীদের গঠন করা কমিটি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.