ইসকন ভক্তদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় কমেডিয়ান শারলিন কৌরের (Charlene Kaur) বিরুদ্ধে FIR দায়ের করলো ইসকন। পাশাপাশি ওই কমেডি প্রোগ্রামকে প্রচার করা কোম্পানি সেমারুর বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে। ইসকনের সহ সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাধারমন দাস উল্লেখ করেছেন, ইসকনকে বদনাম করতে এই কাজ ইচ্ছাকৃতভাবে করেছেন ওই কমেডিয়ান।
কয়েকদিন আগে একটি কমেডি প্রোগ্রাম অনলাইনে রিলিজ করে সেমারু কোম্পানি। তাতে কমেডিয়ান শারলিন কৌর ইসকন ও হিন্দুদের সম্বন্ধে কটু মন্তব্য করেন। সেখানে তিনি বলেন যে ইসকন ভক্তরা হলো হারামি পর্ন আসক্ত( harami porn-waley)। সেই ভিডিও নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় ইসকন। তাদের বক্তব্য, এর দ্বারা ইসকনের ভক্ত ও হিন্দুদের অপমান করা হয়েছে। পাশাপাশি রাধারমণ দাস বলেন, হিন্দুধর্মকে বদনাম করা এবং হিন্দু সন্ন্যাসীদেরকে ছোট করে দেখানোর চক্রান্তের অঙ্গ হিসেবে এমন মন্তব্য করা হয়েছে। সেইসঙ্গে হিন্দুদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানোর জন্য নিন্দা জানানো হয়েছে ইসকনের পক্ষ থেকে।