টেনিস ক্লাব কেনার টাকা কোথা থেকে এল, চিদম্বরমের জন্য ২০টি প্রশ্ন সাজিয়েছে CBI

বুধবার রাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম। তারপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আদালত রায় দেয় তাঁকে সিবিআই হেফাজতে রাখার। এরপর সিবিআই বেশ শক্ত হাতে নেমেছে অর্থ তছরূপ মামলায় পি. চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করতে। আইএনএক্স মিডিয়া কাণ্ডে প্রাক্তন অর্থমন্ত্রী এবং তাঁর পুত্র কার্তি পুলিশের নজরদারির মধ্যে থাকলেও তাঁরা বারবার দাবি করেছেন যে এই বিষয়ে তাঁদের ফাঁসানো হচ্ছে।

মূলত জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই যে ২০ প্রশ্ন তৈরি করেছেন তা অনেকটা এরকম:

১. আপনার আয়ের উৎস কি?
২. স্পেন, মালয়েশিয়া, লন্ডনে যে সম্পতি গুলো কেনা হয়েছে তা কেনার টাকার উৎস কি?
৩. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে কীর্তি চিদাম্বরম কেন টাকা পেয়েছিলেন?
৪. বার্সেলোনা টেনিস ক্লাব কেনার টাকা কোথা থেকে এল?
৫. আপনি বা আপনার ছেলে আইএনএক্স মিডিয়া থেকে পাওয়া টাকা কোথায় বিনিয়োগ করেছেন?

৬. আমরা আপনার বিদেশি ভুয়ো কোম্পানি সংক্রান্ত তথ্য প্রমান পেয়েছি। কি বলতে চান এই বিষয়ে?
৭. কতগুলো এই ধরণের কোম্পানি আপনার এবং আপনার পুত্রের নামে রয়েছে?
৮. এই কোম্পানি গুলির মূল কাজ কি ছিল?
৯.আপনাদের এই ভুয়ো কোম্পানি গুলো কোন কোন বিষয় নিয়ে কাজ করে?

১০.অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত তথ্যপ্রমান থেকে পেয়েছি ৩০৫ কোটি টাকা তিনটে মরিশাস কম্পানীতে আপনি বিনিয়োগ করেছিলেন যার কর্তা ছিলেন আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডের পিটার এবং ইন্দ্রানী মুখোপাধ্যায়। এ বিষয়ে কি বলবেন?
১১. এফআইপিবির কিছু দফতরকে কি আপনার ছেলে কোন ভাবে প্রভাবিত করেছিল?
১২. অর্থমন্ত্রী থাকাকালীন কীভাবে আপনি আপনার ছেলেকে আইএনএক্স মিডিয়া কাণ্ডে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনুমতি দিয়েছিলেন?
১৩. নর্থ ব্লকে কেন আপনি ইন্দ্রানী মুখোপাধ্যায়ের সাথে দেখা করেছিলেন?

১৪. পিটার মুখোপাধ্যায়ের সঙ্গেও কি দেখা করেছিলেন?
১৫. আপনার হয়ে আর কোন কোন অফিসার আইএনএক্স কাণ্ডে অনুমতি দিয়েছিল?
১৬. আপনার জামিন বাতিল হওয়ার পর থেকে আপনি কোথায় ছিলেন এবং এই কিছুদিনের মধ্যে আপনি কার সাথে দেখা করেছিলেন?
১৭. আপনাকে নোটিশ দেওয়ার পর থেকে কোন উত্তর দেননি কেন?

১৮. আপনার ফোনটা বন্ধ কেন এবং কোন নম্বর টা আপনি ব্যবহার করছেন এখন?
১৯. আপনার ক্লার্ক এবং ড্রাইভারকে কোর্ট থেকে ফেরার পথে ছেড়ে দিয়েছিলেন কেন যদি না আপনার অন্য কোন উদ্দেশ্য যদি না থেকে থাকে?
২০. সিবিআই নোটিশ জারি করার পর থেকেও আপনি কোথায় ছিলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.