শাহীনবাগের প্রতিবাদীদের মধ্যে থেকেই উঠেছিল আওয়াজ | মেয়েটি নাকি মুসলিম নয় | তাও সংখ্যালঘু মেয়েদের সঙ্গে বসে তাদের নানা রকমের প্রশ্ন করে চলেছে | বেশ কিছুদিন ধরে নজরে পড়েছিল মেয়েটি | বুধবার শাহীনবাগে উপস্থিত থাকা পুলিশকে সরাসরি অভিযোগ করেন সেই মেয়েটির পরিচয় জানতে চাইলে নিজেকে সংখ্যালঘু দাবি করেন মেয়েটি| কিন্তু তাদের সন্দেহ মোটেই সংখ্যালঘু নয় সে | সেই অভিযোগ প্রমাণিত| মেয়েটির নাম গুঞ্জা কাপুর | ইউটিউব চ্যানেলের সঞ্চালিকা ও স্বঘোষিত লেখিকা গুঞ্জার মোট ২৬টি এপিসোড সম্প্রচারিত | চ্যানেলের নাম রাইট ন্যারেটিভ | এই চ্যানেলের মাধ্যমে একের এক বিতর্কিত ইস্যু তুলে ধরতে দেখা গিয়েছে গুঞ্জাকে |
তবে শেষ দুদিন ধরে দুটি সম্প্রচারে আলোড়িত হয়েছে দিল্লি | একটি শাহীনবাগে চার মাসের মহম্মদ জাহানের মৃত্যুর জন্য তার বাবা-মায়ের প্রতি রাখা কিছু প্রশ্ন ও আরেকটি দিল্লির বিদায়ী মু্খ্যমন্ত্রীর নির্বাচনী ভাষণে পূর্বাঞ্চলীয়দের নিয়ে করা আপত্তিকর প্রশ্নকে ঘিরে তৈরি করা এপিসোড |
শাহীনবাগের ময়দান থেকে গুঞ্জাকে দিল্লি পুলিশ আটক করে নিয়ে গেলেও বুধবার রাতে ছেড়ে দেওয়া হয় | কিন্তু কি আপরাধে তাকে পুলিশ আটক করে আর কেনই বা তাকে ছেড়েও দেয় পুলিশ তা মোটেই পরিষ্কার নয় তার কাছে | তবে শোনা গিয়েছে বোরখা ঢাকা ওই মেয়েটি তাদের জিজ্ঞাসা করছে কেন করছেন আন্দোলন |
শাহীনবাগে ধর্নায় বসা প্রতিবাদী সংখ্যালঘু মহিলারা জানান, বারবার তাদেরকে যখন আন্দোলন কেন করছেন বা এই আন্দোলন অর্থহীন ,এই সব কথা বলছেন ,তখন নাকি গুঞ্জাকে একাধিকবার পোশাকের কলারে হাত দিতে দেখা যায়| তাতেই সন্দেহ হয় সে কোন লুকোনো ক্যামেরায় রেকর্ডিং করছে| পুলিশের কাছে সেই ক্যামেরা দেখান গুঞ্জা| এরপরই পুলিশ তাকে আটক করে নিয়ে যায় | যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় বিষয়টি |
কেউ কেউ মনে করছেন মহম্মদ জাহানের মৃত্যু নিয়ে যে রাজনীতি করা হচ্ছে তাতে কেজরির মত কেন্দ্রের বিরোধীদের সরাসরি আক্রমণ করে গুঞ্জা | বলেন, “অসংখ্য মহিলা ও শিশুকে ভুল বুঝিয়ে এই মিথ্যা আন্দোলনে সামিল করছে তারা | মহিলারা বুঝছেন না যে তারা রাজনৈতিক কার্তুজের কাজ করছেন | ” এছাড়াও কেজরিওয়ালকে পূর্বাঞ্চলয়দের সমালোচনায় সরাসরি সমালোচনা করে তার ভিডিওতে | তাই কি তাকে একদিনের এই প্রতীকী আটক ? খানিকটা সমঝে দেওয়ার জন্য,প্রশ্ন করছেন দিল্লির বিজেপি কর্মীরা | যদিও গুঞ্জার প্রতি দিল্লি পুলিশের সু-আচরণের জন্য তাদেরকে ধন্যবাদ জানান এই ‘রাইট ন্যারেটার’ |