এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী।
অবিলম্বে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ DLSA ( District Legal Services Authority)- র রিপোর্ট তলব করেছে আদালত। ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি। ঘটনায় অভিযুক্ত তৃণমূলের উপপ্রধানকে সাসপেন্ড করেছে দল।
সোমবার কলকাতা হাইকোর্ট রাজ্য লিগ্যাল এইড সার্ভিস কর্তৃপক্ষকে ২ রা ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরে এক মহিলার উপর নির্যাতনের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মুখ্য বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কর্তৃপক্ষের সদস্য সচিবকে দ্রুততম একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ৩১ জানুয়ারির দক্ষিণ দিনাজপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদ করার পরে হাঁটুতে দড়ি দিয়ে বেঁধে তৃণমূলের এক পঞ্চায়েত নেতার নেতৃত্বে একদল দুষ্কৃতী টেনে হিঁচড়ে এক শিক্ষিকাকে মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, শিক্ষিকার বোন প্রতিবাদ জানাতে এগিয়ে গেলে তাঁর উপরও একই অত্যাচার চলে। মহিলার অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃক রাস্তা নির্মাণের জন্য জোর করে তাদের জমি দখলের প্রতিবাদ করেছিলেন তিনি।