কেতুগ্রামে ঘটল শিহরণ জাগানো ঘটনা। সুদ না দেওয়ার অপরাধে এক সরকারি কর্মচারীকে বেঁধে রাখা রেললাইনে। ওই সময়ে ওই রেললাইন ট্রেনও যায়। যার ফলে, উক্ত ব্যক্তির পা ছিন্নভিন্ন হয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার জরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। আহত ব্যক্তির নাম রুদ্রভৈরব মুখোপাধ্যায়। তাঁর কথায়, তাঁকে ‘কিছু খাইয়য়ে’ অচেতন করে রেললাইনের ধারে বেঁধে দেওয়া হয়। তাঁর বয়ানের ভিত্তিতে জানা যায়, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে কাটোয়া আজিমগঞ্জ লাইনের পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনে।
তিনি জানান, “সুদে টাকা ধার নিয়েছিলাম। অফিসের এক সহকর্মী এবং তাঁর বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা শোধ করেছিলাম। কিন্তু ওঁরা সুদের টাকা বাবদ কয়েক লক্ষ টাকা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আর তারপর থেকে সুদের টাকা চেয়ে চাপ দিচ্ছিল। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় শিবলুন গ্রামের বাড়ি থেকে কাটোয়ার বাড়িতে ফেরার সময় দু’ জন মোটরবাইকে করে এসে আমার পথ আটকায়। আর কিছু একটা খাইয়ে দেয় আমাকে”।