সোশ্য়াল মিডিয়ায় ভুয়ো ছবি শেয়ার করার অভিযোগে আইনি নোটিস পাঠানো হল পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেনকে। অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর থানায়। নোটিসে সাফ উল্লেখ রয়েছে, অপর্ণা কেন ভুয়ো ছবি পোস্ট করেছেন ১৫ দিনের মধ্যে তার যথাযথ কারণ দেখাতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১২ জানুয়ারি রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনটি ছবির একটি কোলাজ পোস্ট করেন অপর্ণা। যার মধ্যে দু’টি ছবিতে দেখা গিয়েছে সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্টার হাতে ধরনায় বসেছে উর্দি পরা একদল পুলিশ কর্মী। অন্য একটি ছবিতে রক্তাক্ত এক বালকের মুখ। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, কিছু বলব না।
অপর্ণার এই পোস্ট ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। আক্রমণ হানা হতে থাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অভিযোগ ওঠে ভুয়ো ছবি পোস্ট করার। যে পুলিশকর্মীদের তিনি সিএএ, এনআরসি বিরোধী পোস্টে দেখিয়েছেন, তারা সেরকম কোনও প্রতিবাদে অংশ নেননি বলেও অভিযোগ উঠতে থাকে। অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজারহাটের বাসিন্দা জয় চক্রবর্তী।