আরব সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণীঝড় কিয়ার, তার প্রভাবে শনিবার থেকেই মুম্বই-সহ পশ্চিম উপকূলে দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ঝড়ো হাওয়া ও সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দীপাবলির মুখে।
মহারাষ্ট্রের রত্নগিরি থেকে ১৯০ কিমি পশ্চিমে ও মুম্বই থেকে ৩০০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আরব সাগরের উপরে এই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। দেশের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিম উপকূলে। তবে এই ঝড় ক্রমেই উত্তর থেকে উত্তরপশ্চিম অভিমুখে সরে ওমান উপকূলের দিকে চলে যাবে বলে মনে করছে মৌসম ভবন। ঘূর্ণিঝড় কিয়ারের প্রভাবে গোয়া, কঙ্কন ও কর্নাটকের উপকূলবর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি ওড়িশা, আসাম, মেঘালয়েও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের ধারনা, সমুদ্র উত্তাল থাকবে, পূর্ব ও মধ্য আরব সাগরে প্রবল ঢেউ দেখা যাবে শনিবার বিকেল থেকেই।
2019-10-26