জনহিতকর কাজে আরও বেশি করে মন দিতে চান| তাই মাইক্রোসফট কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রযুক্তিগত উপদেষ্টা বিল গেটস (Bill Gates)| শুক্রবার মাইক্রোসফট কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনহিতকর কাজে আরও বেশি করে নিজেকে নিয়োজিত রাখতে চান বিল গেটস (Bill Gates)| তাই বোর্ড অফ ডিরেক্টরস পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি| তবে, ইস্তফা দিলেও সংস্থার সিইও সত্য নাডেলার প্রযুক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন বিল গেটস| ২০১৪ সালেও বিল গেটস (Bill Gates) মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন| এখন তিনি সব দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন|
এক দশক আগেই সরেছিলেন প্রতিদিনের কাজ থেকে
বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা ও আবহাওয়ার পরিবর্তন নিয়ে দীর্ঘ দিন ধরেই কাজ করছেন বিল গেটস (Bill Gates)| ৬৪ বছর বয়সি বিল গেটস (Bill Gates) প্রায় এক দশক আগেই সংস্থার প্রতিদিনের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন| ২০০০ সালে সংস্থার সিইও পদ থেকে সরেছিলেন| সত্য নাডেলাকে সংস্থার সিইও পদের দায়িত্বভার বুঝিয়ে দেন|
বিল গেটসের প্রশংসায় সত্য
মাইক্রোসফটের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সত্য নাডেলা জানিয়েছেন, বিল গেটসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ| তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি|
প্রযুক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ করবেন বিল গেটস
মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরস পদ থেকে ইস্তফা দিয়েছেন ঠিকই, তবে ভবিষ্যতে প্রযুক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি|