রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বুধবার বলেছেন যে ভারত পরম্পরাগত ভাবে হিন্দুত্ববাদী দেশ। তেলেঙ্গানার হায়দ্রাবাদে তিন দিনের আরএসএস এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ভাগবত বলেন যে, ধর্ম ও সংস্কৃতিতে পার্থক্য থাকা সত্ত্বেও সঙ্ঘ দেশের ১৩০ কোটি দেশবাসীকেই হিন্দু হিসাবে বিবেচনা করে ।
ভাগবত বলেছিলেন, ‘আরএসএস যখন কাউকে হিন্দু বলে অভিহিত করে, এর অর্থ এমন লোকেরা, যারা ভারতকে তাদের মাতৃভূমি হিসাবে বিবেচনা করে এবং এই দেশকে ভালবাসে … ভারত মাতার সন্তান, তিনি যে ভাষাই বলুন, তিনি যে ধর্মেরই অনুসারী হোন , বা যে কোনও ধরণের উপাসনা করুন না কেন, তিনি হিন্দু । ‘
সুতরাং, সংঘের পক্ষে, ভারতের সকল ১৩০ কোটি বাসিন্দাই হিন্দু সমাজ। আরএসএস সবাইকে আপন হিসাবে বিবেচনা করে সবার উন্নয়ন চায়। সংঘ সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায়। সংঘের প্রধান বলেন, ‘ভারতের ঐতিহ্যবাহী ধারণা হ’ল এক সঙ্গে এগিয়ে যাওয়া … লোকেরা বলে যে আমরা হিন্দুত্ববাদী, আসলে আমাদের দেশ ঐতিহ্যগতভাবে হিন্দুত্ববাদী ” তাঁর বক্তব্য, একটি বিখ্যাত উক্তি আছে যে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য বর্তমান ।
তবে আমাদের দেশ এর থেকে এক ধাপ এগিয়ে। এখানে আমরা কেবল বৈচিত্র্যে ঐক্যই রাখি না, ঐক্যেও বৈচিত্র্য রাখি । আমরা বৈচিত্র্যে ঐক্য খুঁজছি না। আমরা ঐক্য সন্ধান করছি যা বৈচিত্র্য সৃষ্টি করে এবং ঐক্য অর্জনের অনেকগুলি উপায় রয়েছে । ভাগবত বলেছিলেন যে, সংঘ দেশের পক্ষে কাজ করে এবং সর্বদা ধর্মের বিজয় কামনা করে ।
রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দিয়ে সংঘের প্রধান বলেন , বিশ্বকবি বলেছিলেন যে শুধু রাজনীতি দেশে পরিবর্তন আনতে পারে না, কেবল মানুষ তা আনতে পারে। হায়দরাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিশান রেড্ডি, জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং বিজেপির তেলঙ্গানা ইউনিটের একাধিক নেতা উপস্থিত ছিলেন ।
ছবি সৌজন্য: টুইটার