বাজেট পেশের পর নির্মলা সীতারমনকে নিয়ে বেশ চর্চা হল। ওঁর জীবনপঞ্জী ঘেঁটে দেখছিলাম।

জন্ম ১৯৫৩-তে। দক্ষিণী রক্ষণশীল পরিবারে জন্ম। বাবা রেলে কাজ করতেন। সেই সুবাদে নানা সময় পড়াশোনা নানা জায়গায়। অর্থনীতির স্নাতকোত্তরের পর এম ফিল করছিলেন জেএনইউ-তে। কিন্তু তা অসম্পূর্ণ রেখে বিলেতে পারি দিতে হয়। কারণ স্বামী লন্ডন স্কুল অফ ইকনমিকসে পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন।

লন্ডনে গিয়ে নির্মলা প্রথমে প্রিন্সেপ স্ট্রিটের একটি নামি দোকানে সেলসের কাজ শুরু করেন। এর পর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে অর্থনীতিবিদের সহকারী, প্রাইস ওয়াটারহাউসের সিনিয়র ম্যানেজার এবং কিছুকাল বিবিসি-তে। ২০১৭-তেয়জাতীয় মহিলা কমিশনের সদস্য।

গত বছর জেএনইউয়ের সেরা প্রাক্তনীর স্বীকৃতি পেয়েছেন। গত বছর ফোর্বস পত্রিকা বিশ্বের সেরা ১০০ মহিলার তালিকায় ৩৪ নম্বরে রেখেছে তাঁকে। ভারতের দ্বিতীয় মহিলা হিসাবে প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে একসময় অর্থমন্ত্রক নিজের হাতে রেখেছিলেন ইন্দিরা গান্ধী। সেই অর্থে পুরোদস্তুর মহিলা অর্থমন্ত্রী নির্মলাই ভারতে প্রথম।

স্বামী পরাকালা প্রভাকর অন্ধ্রের কংগ্রেস ব্রাহ্মণ, কংগ্রেস -মনোভাবের পরিবারের সন্তান। দু’জনের পরিচয় জেএনইউয়ে পড়ার সময়। পরাকালা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অন্যতম পরামর্শদাতা ছিলেন। বিয়ে হয় ১৯৮৬-তে। একটি মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.