এই মন্দিরের চূড়ার পাথর আগে থেকে ভিজে বর্ষার আগমন জানান দেয় আজও

লক্ষ মন্দিরের দেশ এই ভারতবর্ষ | বিখ্যাত মন্দিরের জানা গল্পগুলির মাঝেও এখনও অনেক স্থাপত্য আছে যার মাহাত্ম্যের কথা জনসম্মুখে তেমনভাবে প্রচার পায়নি | এই যেমন উত্তরপ্রদেশের কানপুরের এই মন্দিরটি | পুরীর মন্দিরের মতই জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহ সম্বলিত এই মন্দিরের আদল ঠিক যেন এক ফোঁটা বৃষ্টি |

প্রচলিত আদি যুগ থেকেই এই মন্দিরের চূড়া বৃষ্টি আসার সাতদিন আগে ভিজে যায় | সেই দেখে আগে যখন হাওয়া অফিস এত উন্নত হয়নি,তখন কৃষকেরা চাষের জন্য তাদের প্রস্তুতি শুরু করতেন | স্থানীয়দের মতে,এই অলৌকিক ঘটনা আজও ঘটে |

বর্ষার সাতদিন আগে থেকেই শুরু হয় মন্দিরের মাথার পাথরের ভেজা ভাব| দেওয়াল অবধি সেই ভেজা ভাব অনুভব করা যায়| তবে বৃষ্টি শুরু হওয়ার পর উধাও হয় এই ভেজাভাব | জানান স্থানীয়রা |

কানপুরের মন্ডলগাঁও মন্ডল থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত বেন্টা গ্রামের এই মন্দিরের মাহাত্ম্য নিয়ে বর্তমানে গবেষণারত আর্কিওলজিক্যাল বিভাগের গবেষকেরা | এই অদ্ভূত ঘটনার কোন কারণ খুঁজে পাননি প্রত্নতত্ত্ববিদেরা | কালো পাথরের তৈরি এই মন্দিরের দেওয়াল চোদ্দ ফুট চওড়া | পুরীর মন্দিরের মতই রথযাত্রা পালিত হয় এখানে ধুমধামের সঙ্গে | বর্তমানে মন্দিরটি রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.