বছর শেষে ঠান্ডা থাকলেও ২০২৩ সালের প্রথম দিনই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা। ফলে রবিবার এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছিল তাপমাত্রা। সোমবার ফের খানিকটা কমেছে তাপমাত্রা (weather update)। তবে সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে উপরে থাকায় স্বস্তি পাচ্ছেন না শীতপ্রেমীরা।
কিন্তু তার মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, গত বছরের শেষ দিন অর্থাত্ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার আচমকাই ৩ ডিগ্রি বেড়ে গিয়েছিল তাপমাত্রার পারদ, ফলে নতুন বছরের (New year 2023) প্রথম দিন কার্যত উষ্ণই কেটেছে শহরবাসীর। যদিও সোমবার সকালে খানিকটা কমে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। জানুয়ারির প্রথম দিনেও ঠান্ডার দেখা না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ শীতপ্রেমীদের।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তার চেয়েও বেশ খানিকটা বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলেছিল। তবে বেলা বাড়তেই রোদ উঠেছে। যদিও সূর্যের তেজ অন্যান্য দিনের তুলনায় কম। মৌসম ভবন জানিয়েছে, রোদ্দুরের সঙ্গেই সোমবার কলকাতার আকাশে মেঘেরও দেখা পাওয়া যাবে। তবে মেঘ থাকলেও দক্ষিনবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
রাজ্যজুড়ে কুয়াশার সম্ভাবনার পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস। মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।রাজ্যের অন্যান্য জেলাতেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩ দিন একই রকম থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া। ভোরের দিকে কুয়াশা, এবং বেলা বাড়লে মেঘ-রোদের লুকোচুরি চলবে বুধবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার থেকে বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে রাজ্যে। সেদিন কলকাতা সহ সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীতের খবরে খুশি রাজ্যের শীতপ্রেমীরা।