আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সকালের আকাশ দেখলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে হবে না। যেমনটা ছিল মঙ্গলবারের পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তারপর বিকেলে কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ-সহ টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে রাতের ওই বৃষ্টিতে সামান্য কমেছে শহরের তাপমাত্রা। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৬.২ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়েছে ৮.০ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার।
হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এমনকী বৃষ্টির সঙ্গেই রাজ্যের কোনও কোনও জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় নামে তেড়েফুঁড়ে নামে বৃষ্টি। ঝড়ের দাপটে নিক্কো পার্কের কাছে রাস্তার উপর উপড়ে পড়ে গাছ।
মঙ্গলবার কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেরও একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া সঙ্গেই শিলা বৃষ্টি হয়েছে উত্তর ভারতের একাধিক জেলায়।