কে বলবে যে এটা মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে চলে এসেছে। তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে! অবাক হলেও এটাই বাস্তব চিত্র। কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র এমনটাই। হাওয়া অফিসের পারদমাপক যন্ত্র সেই তথ্যই দিচ্ছে।
খুব একটা বাড়েনি রাতের আর্দ্রতার পরিমাণও। ফলে রাতে অনেককেই রাতে এখনও একটা হালকা চাদর দিতেই হচ্ছে। ফুল স্পিডের পাখা তো চলছেই না। উলটে অনেক বেলা পর্যন্ত পাখা ছাড়া দিব্য চলে যাচ্ছে।
কিন্তু এমন আবহাওয়া মোটেই সুখের লক্ষণ নয়। আপাত দৃষ্টিতে তা অনেকের ভালো মনে হলেও আদতে তা নয়। গরমে গরম না পড়লে যা হয়। আজ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এখনও দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩১ শতাংশ। সর্বোচ্চ ৯৩ শতাংশ। সর্বোচ্চ সর্বনিম্নের ব্যাপক ফারাকে আর্দ্রতাজনিত অস্বস্তি কম।
অপরদিকে কলকাতা লাগোয়া দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে অবশ্য সকাল সকাল তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া, বর্ধমান , ব্যরাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১, ৩৩.০, ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় ৩১.৬, হলদিয়া ৩২.৬, পানাগড় ৩২.৯, শ্রীনিকেতন ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।