আজ শনিবার শহরে বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দিনভর আকাশ মেঘে ঢাকা থাকার পর রাত থেকে প্রচন্ড বৃষ্টি হয়। অন্তত রাত সাড়ে তিনটে পর্যন্ত ঝেঁপে বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া। ঘূর্ণাবর্তের বৃষ্টি যে শনিবারও জারি থাকবে তা জানিয়ে দিল হাওয়া অফিস।
দমদম অঞ্চলে রাতে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার। শনিবার সকালেও নাগাড়ে বৃষ্টি চলছে। তবে কলকাতার পারদ একটু কমেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ সর্বনিম্ন ৩৮ শতাংশ।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২১.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ সর্বনিম্ন ৪৫ শতাংশ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৪৭ শতাংশ।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিকেল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত টানা চার ঘণ্টা বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছিল। ওইদিন থেকেই বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে রাতের ওই বৃষ্টিতে সামান্য কমে বুধবার কলকাতার তাপমাত্রা।
বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৬.২ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়েছে ৮.০ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার।