প্রবল ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে কাঁপছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। প্রতিদিনই একটি একটি করে হিমাঙ্কের নীচে নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। বুধবারের মতো বৃহস্পতিবারও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মধ্যে সবথেকে শীতলতম ছিল দ্রাস। সেখানে তাপমাত্রা সিল মাইনাস ২৮.৩ ডিগ্রি। কার্গিলে পারদ নেমে গিয়েছে মাইনাস ১৯.৬ ডিগ্রিতে। শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি। গুলমার্গে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৭.০ ডিগ্রিতে। বিগত তিন-দশকের মধ্যে বুধবার রাত সবথেকে শীতলতম ছিল শ্রীনগরে, যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম রাত। ২৫ বছর আগে শ্রীনগরে এতটা নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ।
শ্রীনগরে এখন এতটাই ঠাণ্ডা যে, জমে বরফ হয়ে গিয়েছে ডাল লেক। জমে যাওয়া ডাল লেকে হাটতে বারণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এমনটা করলে বিপদ হতে পারে। আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে ‘চিল্লাই কল্যাণ’। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি, পহেলগামে মাইনাস ১১.১ ডিগ্রি, লাদাখের লেহ শহরে মাইনাস ১৪.০ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৯.৬ ডিগ্রি।
2021-01-14