এক লাফে তিন ডিগ্রি নেমেছিল পারদ। মাত্র দিন দুয়েক আগের ঘটনা। রাতারাতি ফের সকালের তাপমাত্রা ১৩ থেকে ফের ১৬-র ঘরে। অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার। যার ফলে এই ঘটনা।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার তা আরও কিছুটা কমে হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বেলার দিকে তা অল্প বেড়ে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস হয়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার দুপুর থেকেই নামতে শুরু করে। উত্তুরে হাওয়া জায়গা পেতেই রাতে সেই পারদ আরও নামে। ফলে বুধবার সকালেও উপস্থিত শীত। ওইদিন সকালে শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৬ শতাংশের মধ্যে রয়েছে।
রাতারাতি পরিবর্তন বৃহস্পতিবারের আবহাওয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কা প্রায় তিন ডিগ্রি বেড়ে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৪৯ শতাংশ। হাওয়া অফিস জানাচ্ছে সকালের দিকে কুয়াশাছন্ন আকাশ থাকলেও বেলা গড়ালে পরিস্কার হবে আকাশ।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। এর জন্য আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও থাকবে মাঝারি থেকে বিক্ষিপ্ত কুয়াশার প্রভাব। সকালের ঠাণ্ডা তেমন না থাকলেও এবার হই হই করে নামবে রাতের পারদ।