আগামী দু’দিন, ৪৮ ঘন্টা প্রবল ঠাণ্ডায় কাঁপতে চলেছে রাজধানী দিল্লি-সহ দেশের ৬টি রাজ্য। বাকি পাঁচটি রাজ্য হল-পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশ। একইসঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, রাজস্থান, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বইবে। ফলে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে এই সমস্ত রাজ্যে।
শৈত্যপ্রবাহের কারণে বাগান ও নার্সারি মালিকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। এদিন পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কৃষিবিদ জানিয়েছেন, ‘আগামী দু’দিন শৈত্যপ্রবাহ বইবে, তাই বাগান ও নার্সারি মালিকদের সতর্ক করা হয়েছে, যাতে তাঁদের কোনও ক্ষতি না হয়। তবে, কম তাপমাত্রা গম চাষের পক্ষে অনুকূল।’ ইতিমধ্যেই ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ঠাণ্ডায় কাঁপছে মরুরাজ্য রাজস্থানও। বৃহস্পতিবারই পূর্ব রাজস্থানের সিকারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস। আবার এদিন ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব ও হরিয়ানা। ফলে ধীরে গতিতে চলাচল করেছে যানবাহন।
2020-12-17