বুধের পর বৃহস্পতিবারও বেলা গড়াতেই রাজ্যের জেলায় জেলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত চলছিল। দুপুর গড়াতে বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টি হয়। বেলা গড়তে দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয় মেঘ সঞ্চার। দুপুর ২টোর পর বৃষ্টি নামে উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গায়। সঙ্গে কয়েক জায়গায় ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
বুধবার রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণ হয়েছে। দার্জিলিংয়ে ১১১ মিমি, জলপাইগুড়িতে ৪৬ .৮ মিমি, কোচবিহারে ৪৩ মিমি ও মেদিনীপুরে ৪৭ মিমি বৃষ্টি হয়েছে।